ইনজুরিতে আইপিএল শেষ অ্যাডাম মিলনের


প্রকাশিত: ০২:২১ পিএম, ০৬ মে ২০১৬

একের পর এক তারকা ক্রিকেটারের ইনজুরির কারণে ইতোমধ্যে আইপিএল হারিয়েছে তার সেই জৌলুশকে। ইনজুরিতে পরে বেশিরভাগ বড় তারকই আইপিএল থেকে ছিটকে গেছেন। এবার সে তালিকায় নাম লেখান কিউই পেস বোলার অ্যাডাম মিলনে। হ্যামস্ট্রিং ইনজুরিতে পরে আইপিএল থেকেই ছিটকে গেলেন এই পেসার।

রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে এবারের আইপিএলে মাত্র একটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন তিনি। গত শনিবার অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন। পরবর্তীতে পরীক্ষা করে তার ইনজুরি গুরুতর হওয়ায় আইপিএলের পরের ম্যাচগুলো খেলতে পারবেন না তিনি। এর আগে ব্যাঙ্গালুরুর মিলনে ছাড়াও সামিউল বাদ্রি এবং মিচেল স্টার্ক ইনজুরিতে পরে ছিটকে গেছেন আইপিএল থেকে।  

দ্রুত গতি সম্পন্ন এই বোলার ঘন্টায় ১৪৫-১৫০ কিলোমিটার বেগে বল করতে পারেন। কিন্তু ২৪ বছর বয়সী এই বোলার গত কয়েক মাস ধরেই ইনজুরিতে ভুগছেন। মিলনে চলে যাওয়াতে পরের ম্যাচেই অভিষেক হতে পারে ইংলিশ বোলার ক্রিস জর্ডানের।

আরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।