লেস্টারের প্রতি খেলোয়াড়কে একটি করে মার্সিডিজ


প্রকাশিত: ০১:৪১ পিএম, ০৬ মে ২০১৬

গোলের পর পর গোল উপহার দিয়ে ক্লাব সভাপতির মুখে হাসি ফুটিয়েছেন ভার্ডি-মাহরেজরা। এবার তাদের প্রাপ্য পাওনা মিটিয়ে দিলেন লেস্টার সিটির মালিক ভিচাই শ্রীভাদ্দানাপ্রভা। দলের প্রতি ফুটবলারকে মার্সিডিজ গাড়ি দেয়ার ঘোষণা দিলেন তিনি। মাত্র কয়েকদিন আগেই লেস্টার সিটির ১৩২ বছরের ফুটবল ইতিহাসে সবথেকে বড় সাফল্য পায়। বিশ্বসেরা দলগুলোকে টপকে প্রথমবারের মত ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি যেতে দলটি।

শুধু কি ইংলিশ প্রিমিয়ার লিগ জেতাটাই লেস্টারের সাফল্য? আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগেও জায়গা করে নিয়েছে ক্লাউডিও রেনেইরির দল। বাংলাদেশি মুল্যে ৩৭ লক্ষ্য টাকা দামের মার্সিডিজ বি ক্লাস ইলেক্ট্রিক ড্রাইভ মডেলের গাড়িগুলো দেয়া হচ্ছে লেস্টারের ফুটবলারদের।

২০১০ সালেই লেস্টারের মালিকানা কিনে নেন ভিচাই শ্রীভাদ্দানাপ্রভা। তখন থেকেই লেস্টারের পেছনে অর্থ ঢালতে থাকেন তিনি। সাফল্যও পেয়ে গেলেন হাতেনাতে। শুধু গাড়ি দিয়ে ক্ষান্ত হচ্ছেননা তিনি, লেস্টার দলের প্রত্যেককে নিয়ে নিজ খরচায় অমেরিকার বৈভবনগরী লাস ভেগাসে ঘুরিয়ে নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে।
 ‌‌‌‌‌
আরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।