‘কোচ দলে ভাঙন ধরিয়েছেন’ অবসরের পর বোমা ফাটালেন সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:০৭ পিএম, ০৮ অক্টোবর ২০২৪

গত মাসে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন লুইস সুয়ারেজ। এবার দলের কোচকে নিয়ে বোমা ফাটালেন তিনি। উরুগুয়ে ফুটবল দলের খারাপ পারফরম্যান্সের জন্য কোচ মার্সেলো বিয়েলসাকেই দায়ী করেছেন সুয়ারেজ।

সুয়ারেজের অভিযোগ, উরুগুয়ে দলে ভাঙল ধরিয়েছেন কোচ। পরিস্থিতি এমন হয়েছিল যে, অনেক ফুটবলারই নাকি অবসরের কথাও ভেবেছেন।

একটি সাক্ষাৎকারে এমন বোমা ফাটিয়েছেন সুয়ারেজ। উরুগুয়ের ইতিহাসে সর্বাধিক গোলের মালিক বলেন, ‘আমি সমর্থকদের অনুরোধ করব, দল খারাপ খেললে ফুটবলারদের দায়ী করবেন না। বিয়েলসা গোটা দলে ভাঙন ধরিয়ে দিয়েছিলেন। ফুটবলারদেরও সহ্যের একটা সীমা থাকে। অনেক সতীর্থ আমাকে বলেছে যে, তারা অবসরের কথাও ভাবছে। কোপা আমেরিকার পরেই সরে যেতে চায় তারা।’

কোপাতেও সাফল্য পায়নি উরুগুয়ে। তৃতীয় স্থানে থেকে শেষ করে দলটি। কোচকে দায়ী করার পর আরও অনেক কিছু চেপে যাওয়ার কথাও বললেন সুয়ারেজ।

তিনি বলেন, ‘আমরা সকলেই জানি দলের নেতা বা অভিজ্ঞ ফুটবলারদের সঙ্গে বিয়েলসা কথা বলতে চান না। আরও অনেক ঘটনা হয়েছে। কিন্তু দলের কথা ভেবে আমি চুপ থাকছি। আমি চাই না সমস্যা আরও বাড়ুক।’

তবে মিডফিল্ডার আগুস্তিন কানোবিয়োর সঙ্গে যা ঘটেছে, তা মেনে নিতে পারেননি সুয়ারেজ। কোপা আমেরিকার ২৬ জনের দলে ছিলেন আগুস্তিন। কিন্তু তার সঙ্গে নাকি বল বয়ের মতো ব্যবহার করা হয়েছিল।

সুয়ারেজ বলেন, ‘২৬ জনের দলে থাকা আগুস্তিনকে আমাদের সঙ্গে অনুশীলন করতে দেওয়া হয়নি। ওর সঙ্গে বল বয়ের মতো ব্যবহার করা হয়েছিল। আমি বুঝতে পারছি আগুস্তিন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিল। ওর প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে।’

পুরো দলের পরিবেশ বিয়েলসা খারাপ করে দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন সুয়ারেজ। তার ভাষায়, ‘স্টাফদের সঙ্গে আমরা কথা বলতে পারতাম না। কোচ কারও সঙ্গে সামান্য সৌজন্যও দেখাতেন না। খুব খারাপ লাগতো। পুরো দলের পরিবেশ খারাপ হয়ে গিয়েছিল।’

২০২৩ সাল থেকে জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন বিয়েলসা। তাকে নিয়ে সুয়ারেজের এমন বিস্ফোরক অভিযোগের পর অবশ্য উরুগুয়ে ফুটবল সংস্থা এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।