রাসেলের সাফল্যের গোপন রহস্য ফাঁস


প্রকাশিত: ০৬:৫৬ এএম, ০৬ মে ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলে দলকে এনে দিয়েছেন বিশ্বকাপের শিরোপা। সেই ধারাবাহিকতা ধরে রেখে চলতি আইপিএলে কলকাতার হয়ে দারুণ পারফর্মেন্স করে যাচ্ছেন ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এবার কলকাতাতে নিজের সাফল্যের কারণ জানালেন এই অলরাউন্ডার।

তিনি বলেন, এটা জেনেই স্বস্তি অনুভব করি যে আগামী ম্যাচে আমি খেলছি। সামনে এগিয়ে যেতে এটাই তো আমাকে আত্মবিশ্বাসী করে তুলছে। এটা আমাকে আরো ভালো খেলতে সাহায্য করে। যদি এমন হতো যে পরবর্তী ম্যাচে ভালো খেলতেই হবে। সেভাবে পারফর্ম করতে না পারলে একাদশের বাইরে থাকতে হবে। সম্ভাবত এটাই আমার খেলায় প্রভাব পড়বে। নিজের মতো খেলতে পারব না। অপরদিকে যখন আমি শুনব আগামী ম্যাচেও খেলছি, তখনই আমি আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে পারব।’
 
তিনি আরও বলেন, এটা কোনো ব্যাপার না যে আপনি কত রান করলেন কিংবা কত উইকেট পেলেন, এই জায়গাটা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। তাহলেই হয়তো আমার কাজটা আমি করতে পারব। পাশাপাশি এটাও নিশ্চিত করতে হবে যে দলের কোচিং স্টাফ, অধিনায়ক আমার প্রতি আস্থা রাখছেন।’

উল্লেখ্য, চলতি মৌসুমে এ পর্যন্ত ৯ ম্যাচে অংশ নিয়ে ব্যাট হাতে ১৪৯ রানের সাথে ১৩ উইকেট নিয়ে উইকেট শিকারির তালিকায় শীর্ষে আছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।