বিওএ সভাপতির পদ থেকে অব্যাহতি চাইলেন সাবেক সেনাপ্রধান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ০২ অক্টোবর ২০২৪

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। বেশ কিছুদিন আগেই তিনি মহাসচিব বরাবর লেখা চিঠিতে অব্যাহতি চান। তবে সেই চিঠি বিওএ তে পৌঁছেছে আজ বুধবার।

রীতি অনুযায়ী বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন সেনাবাহিনী প্রধান। এসএম শফিউদ্দিন আহমেদ সেনাপ্রধানের পদ থেকে অবসরে যাওয়ার পর নিশ্চিত হয়েছিল নতুন সভাপতি পেতে যাচ্ছে বিওএ।

সাবেক সেনাপ্রধানের চাওয়া অব্যাহতি বিওএতে গৃহীত হওয়ার পর নতুন সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। আর সেই নির্বাচনের মাধ্যমে নতুন সভাপতি দায়িত্ব নেবেন।

বিওএর গঠনতন্ত্র অনুসারে, এক বছর পর হবে নতুন নির্বাচন। তবে তার আগেই সভাপতির একটি পদে নির্বাচন হওয়ার কথা।

আরআই/এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।