এবার পাকিস্তানকে না করে দিল স্টুয়ার্ট ল


প্রকাশিত: ১২:২৭ পিএম, ০৫ মে ২০১৬

পৃথিবীর সবথেকে কঠিন কাজ মনে হয় পাকিস্তান ক্রিকেট দলের কোচ হওয়া। এখন পর্যন্ত কেউই পাকিস্তান দলের কোচ হতে তেমন আগ্রহ জানায়নি। অস্ট্রেলিয়ান কোচ স্টুয়ার্ট ল পাকিস্তানের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করলেও পরবর্তীতে পাকিস্তানকে না করে দিলেন সাবেক এই অসি ক্রিকেটার।

পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খান বলেন, ‘অবশ্যই আমরা চেষ্টা করছি স্টুয়ার্ট লকে দলে নেয়ার জন্য। সেই আমাদের প্রথম পছন্দ।’

কিন্তু কোচ হওয়ার থেকে পরামর্শদাতা হওয়ার ব্যপারেই বেশি আগ্রহী ল। শাহরিয়ার খান বলেন, ‘সে পাকিস্তানের কোচ হওয়ার জন্য আবেদন করেছিল কিন্তু বর্তমানে সে কোচ না হয়ে পরামর্শদাতা হতে চাচ্ছে। বর্তমানে আমরা এটাই বলতে চাই, সে পাকিস্তানের কোচ হচ্ছে না এখন।’

স্টুয়ার্ট ল ছাড়াও মুলস এবং ডিন জোনস রয়েছেন পাকিস্তানের কোচ হওয়ার দৌড়ে। এদের সাথে কথা বলে যেকোন একজনকে পাকিস্তানের কোচ করা সিদ্ধান্ত নেবে পাকিস্তান। ‘আমরা মুলস এবং জোনসের সাথে কথা বলছি। আমাদের কিছু শর্ত রয়েছে বিদেশীদের জন্য।’

তবে মুলসের থেকে ডিন জোনসেরই পাকিস্তানের কোচ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। ৫৫ বছর বয়সী মুলস এর আগে কেনিয়া, স্কটল্যান্ড, আফগানিস্তান এবং নিউজিল্যান্ড বোর্ডের সাথে ঝামেলা বাঁধিয়ে কোচের পদ থেকে সরে আসেন। আগামী দুই-তিন দিনের ভেতরেই প্রধান কোচের নাম ঘোষণা করা হবে বলেও জানান শাহরিয়ার খান।

আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।