বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগকে উৎসাহিত করা হচ্ছে


প্রকাশিত: ১০:২৬ এএম, ২৩ ডিসেম্বর ২০১৪

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের অর্থনীতি পরিকল্পিত ভাবে এগিয়ে যাচ্ছে। আগামী সাত বছরের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। কোরিয়ার উন্নয়নের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য শিক্ষনীয় হতে পারে।

মন্ত্রী বুধবার ঢাকায় হোটেল ওয়েস্টিনে ঢাকাস্থ কোরিযান দূতাবাস এবং সেন্টার ফর পলিচি ডায়ালগ(সিপিডি) এর যৌথ উদ্যোগে আয়োজিত “কোরিয়ান ডেভলোপমেন্ট এক্সপেরিয়েন্সঃ লিসন ফর বাংলাদেশ” শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করেছে। দেশী বিদেশী বিনিয়োগকারীদের সরকার বিশেষ সুবিধা দিচ্ছে। সরকার দেশে বিনিয়োগ সুবিধা সৃষ্টির জন্য ৮টি ইকোনমিক জোন গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে। গ্যাস ও বিদ্যুতের ব্যবস্থা করা হচ্ছে। গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হচ্ছে। পণ্য আমদানি ও রপ্তানি সহজ করা হয়েছে। বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগ ও শিল্প স্থাপনের জন্য জমিসহ প্রয়োজনীয সহায়তা প্রদান করা হচ্ছে।

তোফায়েল আহমেদ বলেন, সরকারের ৬ষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা মোতাবেক তৈরি পোশাকের পাশা-পাশি ঔষধ, চামড়াজাত পণ্য, আইসিটি, জাহাজ রপ্তানির বৃদ্ধির পরিকল্পনা হাতে নিয়েছে। বাজার সম্প্রসারণ করা হচ্ছে। উন্নত বিশ্বে বাংলাদেশের এ সকল পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। আন্তর্জাতিক মান সম্পন্ন এ সকল পণ্য আমদানির জন্য বিভিন্ন উন্নতদেশ থেকে চাহিদা পাওয়া যাচ্ছে। এ সুযোগকে কাজে লাগাতে সরকার আন্তরিকতার সাথে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। এতে করে বিনিয়োগকারীগণ আরও উৎসাহিত হচ্ছেন।

মন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে সুখী ও উন্নত দেশে দেখতে চেয়েছিলেন। তাঁরই সুযোগ্য কন্যা জনত্রেী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। শুণ্যহাতে যাত্রা শুরু করে আজ বাংলাদেশের রপ্তানি ৩০.১৯ বিলিয়ন মার্কিন ডলার, ব্যাংকে বৈদেশিক মূদ্রার রিজার্ভ ২২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি এবং রেমিটেন্স ১৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। বাংলাদেশের সকল অর্থনৈতিক সূচক এখন উর্ধ্বগামী। সাড়ে সাত কোটির বাংলাদেশে একটি খাদ্য ঘাটতি ছিল, আজ প্রায় ১৬কোটি মানুষের খাদ্যের সংকট নেই। বাংলাদেশ এখন দেশের চাহিদা মিটিয়ে চাউল রপ্তানি শুরু করেছে।

সেন্টার ফর পলিচি ডায়ালগ (সিপিডি)-এর নির্বাহী পরিচালক প্রফেসর মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন- ঢাকায় নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়ান ইয়াং, এফবিসিসিআই-এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা কিহাক সাং, শিউল ইউনিভার্সিটির স্কুল অব ল এর এ্যাসোসিয়েট প্রফেসর ড. জায়েমিন লি, সিপিডির এডিশনাল রিসার্স ডিরেক্টর ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, কোরিয়া ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল স্টাডিজ এর প্রফেসর ড. মুনসাং কাং।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।