চোটে ভোগা নাদালকে নিয়েই ডেভিস কাপের স্পেন দল
বয়সটা ৩৮ পেরিয়েছে। এর মধ্যে চোট আর ফিটনেস ইস্যু তো আছেই। রাফায়েল নাদাল সাম্প্রতিক সময়ে ইউএস ওপেন এবং লেভার কাপ থেকে নিজেই সরে যান।
সবশেষ সাতটি গ্র্যান্ডস্লাম লড়াইয়ে মাত্র একটিতে অংশগ্রহণ করেছেন নাদাল। সেই নাদালকে নিয়েই এবার ডেভিস কাপের দল সাজালো স্পেন।
২২ বারের গ্র্যান্ডস্লাম জয়ী নাদালের সঙ্গে পাঁচ সদস্যের স্পেন দলে আছেন ফ্রেন্স ওপেন এবং উইম্বলডনজয়ী কার্লোস আলকারেজ।
প্যারিস অলিম্পিকে পুরুষদের দ্বৈতে আলকারাসের সঙ্গে জুটি বেঁধে কোয়ার্টার-ফাইনালে হারের পর থেকে আর কোর্টে নামেননি নাদাল।
ডেভিস কাপের কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে স্পেন, যা শুরু হবে আগামী ১৯ নভেম্বর।
এমএমআর/জেআইএম