জাদেজা সেঞ্চুরিবঞ্চিত, শুরুতেই শিকার ধরলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২১ এএম, ২০ সেপ্টেম্বর ২০২৪

দিনের শুরুতেই বাংলাদেশের পথে কাঁটা হয়ে দাঁড়ানো রবীন্দ্র জাদেজাকে সাজঘরের পথ দেখিয়েছেন তাসকিন আহমেদ। দ্বিতীয় দিনের তৃতীয় ওভারে গুড লেন্থের বাউন্সি বলে তাকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানিয়েছেন টাইগার পেসার।

রবীচন্দ্রন অশ্বিনের মতো জাদেজাও হাঁটছিলেন সেঞ্চুরির দিকে। তাসকিন তাকে সেটি করতে দিলেন না। টাইগার পেসারের শিকার হয়ে ১২৪ বলে ৮৬ রান করে ফেরত যান জাদেজা।

বিজ্ঞাপন

আজ শুক্রবার চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে ৪ রান যোগ করতেই উইকেট হারালো ভারত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৮৪ ওভারের খেলা শেষে ৭ উইকেটে ৩৫২ রান। অশ্বিন ১০৬ আর আকাশ দিপ অপরাজিত আছেন ৮ রানে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে প্রথম দিন ১৪৪ রানে ভারতের ৬ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু সপ্তম উইকেটে জাদেজা আর অশ্বিনের ১৯৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে অস্বস্তিতে দিন শেষ করে টাইগাররা। অশ্বিন হাঁকিয়ে ফেলেন সেঞ্চুরি। প্রথম দিনে ভারতের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩৩৯ রান।

 

এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।