এবার মুস্তাফিজে মুগ্ধ মুরালি
মুস্তাফিজে কেউ মুগ্ধ না হয়ে পারছেই না। প্রায় সব কিংবদন্তীর মুখেই শোনা যাচ্ছে মুস্তাফিজ বন্দনা। কিংবদন্তীরা একের পর এক প্রশংসায় ভাসাচ্ছেন বাংলাদেশের এই বিস্ময় পেসারকে। তার প্রতিভা দেখে একের পর এক বিস্ময়াবিভূত হচ্ছেন বিশেষজ্ঞ থেকে শুরু করে ক্রিকেটাররা পর্যন্ত। এবার তাদের সঙ্গে যোগ দিয়েছেন শ্রীলংকার কিংবদন্তী স্পিনার মুত্তিয়া মুরালিধরন।
সানরাইজার্স হায়দারাবাদের হয়ে আইপিএলেও দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন মুস্তাফিজ। তার একের পর এক বিস্ময় মাখানো বোলিং দেখার পর আর চুপ করে থাকতে পারলেন না লংকান কিংবদন্তী। টাইমস অব ইন্ডিয়ার সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘মুস্তাফিজ শুধু বাংলাদেশেরই নয়, সানরাইজার্স হায়দারাবাদেরও বড় সম্পদ।’
ওর মধ্যে অনেক সম্ভবনা রয়েছে বলেই মনে করেন মুরালি। তিনি বলেন, ‘মুস্তাফিজুর রহমান এমন এক বোলার, যিনি সানরাইজার্স হায়দারাবাদে আসার পর থেকেই তার অসম্ভব প্রতিভা দেখিয়ে যাচ্ছেন। ওকে সঠিক পরিচর্যার মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে আমি মনে করি, ওর জন্য আগামীতে আরও অনেক সাফল্য অপেক্ষা করছে।’
মুস্তাফিজের কারণেই সানরাইজার্স হায়দারাবাদের বোলিং এবারের আইপিএলে অন্যতম সেরা বলে মনে করছেন মুরালিধরন। তিনি বলেন, ‘মুস্তাফিজের সঙ্গে রয়েছেন আশিস নেহরা, ভুবনেশ্বর কুমার। সবাই দারুন বোলিং করছেন। আমি মনে করি, কঠিন সমযে যদি আমরা সঠিক জায়গায় বল করে যেতে পারি, তাহলে এখনও টুর্নামেন্টে আমাদের দারুণ সম্ভাবনা রয়েছে।’
এখনও পর্যন্ত ৭ ম্যাচে ৮ উইকেট এসেছে তাঁর ঝুলিতে। তাঁর দলও ৭টির মধ্যে জিতেছে ৪টিতে। রয়েছেন ৫ নম্বরে।
আইএইচএস/এবিএস