কঠিন সমীকরণের সামনে গার্দিওলার বায়ার্ন


প্রকাশিত: ০৮:৫২ এএম, ০৩ মে ২০১৬

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের ফিরতি লেগে আজ অ্যাটলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় রাত পৌনে একটায় রোজি ব্ল্যাঙ্কোসদের আতিথ্য দেবে বাভারিয়ানরা। এর আগে নিজেদের মাঠে প্রথম লেগ ১-০ গোলে জিতে এগিয়ে আছে সিমিওনের শীষ্যরা। তাই ফাইনাল নিশ্চিত করতে অ্যাটলেতিকোকে কমপক্ষে দুই গোলে হারানোর কঠিন সমীকরণের সামনে পেপ গার্দিওলার দল।

ঘরের মাঠে দর্শক সমর্থনে এগিয়ে থেকেই মাঠে নামবে বায়ার্ন। আক্রমণে নেতৃত্ব দিবেন রবার্ট লেভানডোস্কি এবং থমাস মুলার। তবে, বাভারিয়ানদের বড় দুশ্চিন্তার নাম দুই প্রাণ ভোমরার ইনজুরি। ডাচ উইঙ্গার আরিয়েন রোবেন রয়েছেন দলের বাইরে। আরেক অ্যাটাকিং মিডফিল্ডার ফ্রাঙ্ক রিবেরি এখনো শঙ্কামুক্ত নয়। তাই, ঝঞ্ঝাবিক্ষুব্ধ দল নিয়েই অ্যাতলেতিকোর মুখোমুখি হবে ফিলিপ লামের দল।

এদিকে, অ্যাটলেতিকো মাদ্রিদের বড় শক্তি প্রথম লেগের জয়। ডিয়েগো গডিন, ফিলিপ লুইস এবং হুয়ানফ্রান নিয়ে অভেদ্য রক্ষণদুর্গ দিচ্ছে বাড়তি প্রেরণা। প্রথম লেগে গোল পাওয়া স্প্যানিশ মিডফিল্ডার সাউলও গড়ে দিতে পারেন ব্যবধান। আর গোলপোস্টে অতন্দ্র প্রহরী হিসেবে থাকছেন ২৩ বছর বয়সী স্লোভেনিয়ান গোলকিপার জ্যান অবলাক। আর বার্সেলোনাকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেওয়ার আত্মবিশ্বাস তো আছেই।

এর আগে ১৯৭৪ সালে অ্যাটলেতিকো`কে কাঁদিয়ে প্রথম ইউরোপ সেরার মুকুট জেতে বায়ার্ন মিউনিখ। ব্রাসেলসের কিং বোদৌন স্টেডিয়ামে শিরোপা জয়ে বুনো উল্লাসে মেতেছিল জার্ড মুলারের দল। ৪২ বছর পর সিমিওনে কি পারবে প্রতিশোধ নিতে? নাকি পেপ গার্দিওলা আগের দেখানো পথে হেঁটেই জায়গা করে নিবে ফাইনালে।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।