তুষার ইমরানের জরিমানা


প্রকাশিত: ০৫:০৩ এএম, ০৩ মে ২০১৬

ম্যাচ চলাকালীন আম্পায়ারের একটি সিদ্ধান্তে মাঠের মধ্যেই অশ্রদ্ধা প্রদর্শন করার মাশুল গুনতে হচ্ছে ব্রাদার্স উইনিয়নের অধিনায়ক তুষার ইমরানকে।  আবাহনীর বিপক্ষের ম্যাচে আচরণবিধি ভঙ্গ করায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ম্যাচ শেষে ব্রাদার্স অধিনায়ক তুষার ইমরানের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনেন মাঠের দুই আম্পায়ার আখতারুজ্জামান ও নাদির শাহ। এতে তুষার ইমরানকে ২০ হাজার টাকা জরিমানা করেন ম্যাচ রেফারি মীর বেলায়েত হোসেন। তিনি যে অপরাধ করেছেন সেটা বিসিবির আচরণবিধির ২.২.১ অনুচ্ছেদে উল্লেখ রয়েছে।

পরে ম্যাচ রেফারি তুষার ইমরানকে জরিমানার বিষয়টি অবহিত করে এবং ব্রাদার্সের অধিনায়ক এই জরিমানা মেনে নেন। যার ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।