টটেনহ্যামের ড্রতে লেস্টারের ইতিহাস


প্রকাশিত: ০৩:১৭ এএম, ০৩ মে ২০১৬

চেলসির সাথে টটেনহ্যামের ড্র`তে ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন ইতিহাস গড়লো মৌসুম জুড়ে একের পর এক বিস্ময়ের জন্ম দিয়ে আসা ক্লাওদিও রানিয়েরির দল লেস্টার সিটি। ক্লাবের ১৩২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো লিগের শিরোপা জিতল লেস্টার। আর এ জয়ে শেষ ৩৮ বছরের মধ্যে এই প্রথম নতুন চ্যাম্পিয়ন পেল ইংলিশ ফুটবলের সর্বোচ্চ এই টুর্নামেন্ট।

লেস্টারের সাথে শিরোপা লড়াইয়ে টিকে থাকতে হলে সোমবার চেলসির মাঠে জিততেই হতো টটেনহ্যামকে। সেই ধারাবাহিকতায় ম্যাচের ৩৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন হ্যারি কেইন। আর্জেন্টিনার ফরোয়ার্ড এরিক লামেলার বাড়ানো বল ধরে এগিয়ে আসা গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জলে গোল করেন এই ইংলিশ স্ট্রাইকার।

বিরতির এক মিনিট আগে প্রতিপক্ষের ভুলে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন সন হিউং-মিন। চেলসির ডিফেন্ডার ইভানোভিচের ভুলে বল পেয়ে বিনা বাধায় গোলরক্ষককে পরাস্ত করেন দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডার হিউং-মিন। ফলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় টটেনহ্যাম।

বিরতি থেকে ফিরে খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় চেলসি। ম্যাচের ৫৮তম মিনিটে ব্যবধান কমান গ্যারি ক্যাহিল। কর্নার থেকে উড়ে আসা বল প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে জটলার মধ্য থেকে নিখুঁত শটে জালে জড়ান ইংল্যান্ডের এই ডিফেন্ডার।

lester-news

ম্যাচের ৮২তম মিনিটে দুর্দান্ত এক গোলে চেলসিকে সমতায় ফেরান এডেন হ্যাজার্ড। বাকি সময় আর কোন গোল না হলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে। আর এ ড্রতেই খেলার জগতে এক রূপকথার জন্ম দিয়ে দুই ম্যাচ বাকি থাকতে লেস্টারের শিরোপা নিশ্চিত হয়ে যায়।

৩৬ ম্যাচে ৭৭ পয়েন্ট লেস্টারের। চেলসির সঙ্গে ২-২ গোলে ড্র করার পর টটেনহ্যামের পয়েন্ট ৭০। শেষ দুই রাউন্ডে লেস্টার হারলে এবং টটেনহ্যাম জিতলেও দ্বিতীয় স্থানেই থাকতে হবে লন্ডনের ক্লাবটিকে।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।