তারেককে দেশে এনে বিচারের আহবান


প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ২২ ডিসেম্বর ২০১৪

তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে ‘বর্তমান প্রেক্ষাপট-চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

ড. হাছান মাহমুদ বলেন, লন্ডনে অবস্থানরত ফেরারী আসামী এবং রাজনীতি না করার মুচলেকা দানকারী বিএনপি নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি। কেননা দেশের মানুষ যেমন যুদ্ধাপরাধীদের বিচার চায়- তেমনি যুদ্ধাপরাধীদের সহায়তা দানকারীদেরও বিচার চায়।

তিনি আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত।

সম্প্রতি লন্ডনের এক আলোচনা সভায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে মন্তব্য করার বিষয়ে হাছান বলেন, দেশের মানুষ আশা করেছিল বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের মা হিসেবে তারেক রহমানের বক্তব্যের বিষয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করবেন। বেগম জিয়া তা না করে তারেক রহমানের বক্তব্য সমর্থন করলেন। এ সমর্থনের মাধ্যমে বেগম জিয়া নষ্টতাই প্রমাণ করলেন। তারেক তার নষ্ট সন্তান।

ড. হাছান আরও বলেন, তারেক রহমান বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে করা তার মন্তব্য সম্পর্কে একটি বিবৃতি দিয়েছেন। এ বিবৃতির মাধ্যমে বোঝা যায় তার বক্তব্য যে দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখান করেছে তা তিনি বুঝতে পেরেছেন।

জোটের সহ-সভাপতি এবং বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক শাহজাহান আলম সাজু ও জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।