বিজয়ের সেঞ্চুরিতে গাজী গ্রুপের সহজ জয়


প্রকাশিত: ০৯:৫২ এএম, ০২ মে ২০১৬

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয়ের ধারায় ফিরে এসেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এনামুল হক বিজয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস) ছয় উইকেটে হারায় তারা। ফলে তিন ম্যাচে দ্বিতীয় জয় তুলে নেয় অলক কাপালীর দল।

সিসিএসের দেওয়া ১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি গাজী গ্রুপের। দলীয় ২৮ রানে দুই উইকেট হারিয়ে চাপে পরে তারা। তবে তৃতীয় উইকেট জুটিতে ফরহাদ হোসেনকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন এনামুল হক বিজয়। দর্শনীয় ব্যাটিং করে নিজের সপ্তম লিস্ট এ সেঞ্চুরি তুলে নেন বিজয়। মাত্র ৮৩ বলেই সেঞ্চুরি পূর্ণ করেন এ ওপেনার। শেষ পর্যন্ত ৮৫ বলে ১০০ রান করে সাইফুদ্দিনের বলে শাওন গাজীর হাতে ক্যাচ দেন তিনি। এদিন চারের চেয়ে ছক্কা মারার দিকে নজর ছিল তার। ৪টি চারের বিপরীতে ৭টি ছক্কা মারেন এ ওপেনার।

দারুণ ব্যাটিং করেছেন ফরহাদ হোসেনও। বিজয়ের সঙ্গে ১৩৯ রানের জুটি গড়ে দলের জয়ে দারুণ অবদান রাখেন। ৭৫ বলে ৪৫ রান করেন তিনি। এরপর সাঈদ আনোয়ার জুনিয়র ও অলক কাপালী বাকি কাজ শেষ করেন। শেষ পর্যন্ত ৩৩.৪ ওভারে ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় তারা।  সিসিএসের পক্ষে সাইফুদ্দিন ২২ রান দিয়ে ৩টি উইকেট নেন।

এর আগে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে সিসিএস। ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পরে তারা। দলীয় ১৯ রানে দুই উইকেট হারায় তারা। এরপর তৃতীয় উইকেট জুটিতে অমিত মজুমদারের সঙ্গে ৪৪ রানের জুটি গড়ে চাপ সামলে নেন সালমান হোসেন। এরপর আবার দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পরে তারা।

পঞ্চম উইকেট জুটিতে সালমানের সঙ্গে দলের হাল ধরেন উত্তম সরকার। ৬৯ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথ দেখান এ দুই ব্যাটসম্যান। তবে দলীয় ১৩৪ রানে সালমানের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিসিএস। ফলে ৪৭ ওভারে ১৭৬ রান তুলতেই সবকটি উইকেট হারায় তারা। গাজী গ্রুপের পক্ষে মোহাম্মদ শরীফ ও মেহেদী হাসান ২টি করে উইকেট পান।

আরটি/এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।