মুস্তাফিজের জন্য প্রতিমন্ত্রীর অপেক্ষা


প্রকাশিত: ০৫:৫৪ এএম, ০২ মে ২০১৬

আইপিএলে প্রথমবারের মতো খেলতে গিয়ে একের পর এক বিস্ময়ই উপহার দিচ্ছেন মুস্তাফিজুর রহমান। তার দুর্দান্ত বোলিংয়ে ভক্তদের পাশাপাশি বিভিন্ন দেশের ক্রিকেটাররাও প্রশংসায় মুখরিত হচ্ছেন। তার বাঁহাতি বোলিংয়ের জাদু দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন বাংলাদেশের অনেক মানুষ। ক্রিকেটপ্রেমী অনেক মানুষের মতো বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও আছেন এ তালিকায়।

পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলাম তার সামাজিক মাধ্যমে জানান,  `মুস্তাফিজ!!!!  তিন ঘণ্টা বসে আছি টিভির সামনে ওর ২৪ টা বল দেখার জন্য`।  রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলিকে আউট করার পাশাপাশি ৪ ওভারে দিয়েছেন ৩৪ রান।

mustafij-in

কিছুদিন আগে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাইগার এই তারকাকে ‘জাতীয় বীর’ উপাধিতে ভূষিত করেছেন। এরপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া ঘোষণাও দেওয়া হয়েছে।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।