কোপা আমেরিকার আর্জেন্টিনা দল ঘোষণা


প্রকাশিত: ০৩:৪১ এএম, ০২ মে ২০১৬

কোপা আমেরিকার শতবর্ষ পূর্তি। টুর্নামেন্টটাও হবে লাতিন আমেরিকার বাইরের দেশ যুক্তরাষ্ট্রে। আর এ আসরকে সামনে রেখে কোন চমক ছাড়াই ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো।

প্রাথমিক দলে পরিচিত প্রায় সব মুখই ডাক পেয়েছেন। ডাক পেয়েছেন আর্জেন্টিনার ফুটবলের নতুন সেনসেশন পাওলো ডিবালাও। তবে রিয়াল সোসিয়েদাদের গোলরক্ষক জেরেনিমো রুই আর ইন্টার মিলানের স্ট্রাইকার মাউরো ইকার্দি ডাক পাননি দলে।

টুর্নামেন্ট শুরুর আগে প্রাথমিক দল থেকে ২৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন আর্জেন্টিনা কোচ মার্টিনো। কোপার বিশেষ আসরে আর্জেন্টিনা খেলবে ‘ডি’ গ্রুপে চিলি, বলিভিয়া ও পানামার সঙ্গে।
 
কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনার প্রাথমিক দল:
 
গোলরক্ষক: সার্জিও রোমেরো, নাহুয়েল গুজম্যান, অগাস্টিন মার্চেসিন, মারিয়ানো আন্দুজার।
 
ডিফেন্ডার: পাবলো জাবালেতা, ফ্যাকুন্দো রনক্যাগলিয়া, গ্যাব্রিয়েল মার্কাদো, জনাথন ম্যাইদানা, নিকোলাস ওটামেন্ডি, এজেকিয়েল গ্যারে, ম্যাতিও মুসাসিও, র্যা মিরো ফানেস মরি, মার্কোস রোহো, লিওনেল ভ্যানগিওনি, হাভিয়ের পিনোলা, এমানুয়েল ম্যাসে, মার্টিন ডেমিচেলিস।
 
মিডফিল্ডার: হাভিয়ের মাশচেরানো, ম্যাটিয়াস ক্রানেভিতার, অগাস্টো ফার্নান্দেজ, ইনজো পেরেজ, লুকাস বিগলিয়া, হাভিয়ের পাস্তোরে, এভার বানেগা, অ্যাঙ্গেল ডি মারিয়া, এরিক লামেলা।
 
ফরোয়ার্ড: লিওনেল মেসি, এজেকিয়েল লাভেজ্জি, নিকোলাস গাইতান, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়াইন, পাওলো ডিবালা, অ্যাঙ্গেল কোরেরা, ল্যাতারো অ্যাকস্তা ও কার্লোস তেভেজ।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।