ধোনির পুনেকে হারিয়ে দুই নম্বরে মুম্বাই


প্রকাশিত: ০৬:৫২ পিএম, ০১ মে ২০১৬

আবারো রোহিত শর্মার ব্যাটে ঝলক। তাতে পুড়ে ছারখার হলো মহেন্দ্র সিং ধোনির পুনে সুপার জায়ান্টস। ৮ উইকেটের বিশাল ব্যবধানে রাইজিং পুনে সুপার জায়ান্টসকে হারালো বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। একই সঙ্গে পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে এসেছে মুম্বাই।

সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে পুনের দেয়া ১৫৯ রানের জবাব দিতে নেমে ৯ বল হাতে রেখেই ২ উইকেটেই জয়ের বন্দরে পৌঁছে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার ব্যাটেই হারতে হলো ধোনির দলকে। ৬০ বলে ৮৫ রানে অপরাজিত ছিলেন তিনি। ৮টি বাউন্ডারির সঙ্গে ছিল ৩টি ছক্কার মার।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সৌরভ তিওয়ারির ৫৭ রানের ওপর ভর করে ১৫৯ রানের লড়াকু চ্যালেঞ্জ গড়ে তোলে পুনে সুপার জায়ান্টস। জবাব দিতে নেমে পার্থিব প্যাটেলকে নিয়ে প্রথমে ৩৯ রানের জুটি গড়েন রোহিত শর্মা। ২১ রান করে আউট হন পার্থিব। এরপর আম্বাতি রাইডুকে নিয়ে গড়েন ৫২ রানের জুটি। রাইডু আউট হন ২২ রানে।

৯১ রানে দ্বিতীয় উইকেট পড়ার পর বাকি ৭০ রান করেন জস বাটলারকে নিয়ে। বাটলার ১৭ বলে অপরাজিত থাকেন ২৭ রান করে। ৯ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বাই। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে গুজরাট লায়ন্স। ৮ পয়েন্ট করে সমান অবস্থানে রয়েছে দিল্লি, কেকেআর এবং হায়দারাবাদ।

আইএইচএস/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।