ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা


প্রকাশিত: ০১:৩৯ পিএম, ০১ মে ২০১৬

বিদেশ বিভুঁইয়ে অনবরত সাফল্যের খবর দিয়ে যাচ্ছেন বাংলাদেশের অনুর্ধ্ব-১৮ দলের কিশোরী ফুটবলাররা। সুদুর তাজিকিস্তানের দুশানবেতে এএফসি অনুর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারেরমত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। হারিয়েছে চীর প্রতিদ্বন্দ্বী ভারতকে, ৪-০ গোলের বিশাল ব্যবধানে।

বাংলাদেশের হয়ে এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন তহুরা। একটি গোল করেছেন আনুচিং। গ্রুপ পর্বেও ভারতকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। শুধু ভারতই নয়, এই টুর্নামেন্টে অন্য দলগুলোর বিপক্ষেও গোলের বন্যা বইয়ে দিয়েছিল কিশোরী ফুটবলাররা।

গ্রুপ পর্বে ভারতকে ৩-১ গোলে হারানোর পর নেপালকে হারিয়েছিল ৯-০ গোলের বিশাল ব্যবধানে। এফএফসি অনুর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের আগের আসরে নেপালকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা। এবারের সেমিফাইনালে স্বাগতিক তাজিকিস্তানকে ৯-১ গোলে বিধ্বস্ত করেছিল মারজিয়ারা। এবার ফাইনালে ভারতে পেয়ে ৪ বার বল জড়ালো তাদের জালে।

আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।