প্যারিস প্যারালিম্পিক

বহর থেকে ‘অপ্রয়োজনীয়দের’ ছাঁটাই করলেন ক্রীড়া উপদেষ্টা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:২৯ পিএম, ২৩ আগস্ট ২০২৪

আগামী ২৯ আগস্ট প্যারিসে শুরু হতে যাওয়া প্যারালিম্পিক গেমসে দুই আরচারের সঙ্গে আরো ১১ জন ফ্রান্স যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। গত ১৮ জুলাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ১৩ জনের সরকারী অনুমোদনও (জিও) প্রদান করেছিল।

দুই ক্রীড়াবিদের সঙ্গে এত মানুষ কেন? এ নিয়ে ক্রীড়াঙ্গনে প্রশ্ন উঠলে তা নজরে আসে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। তিনি ৬ জনের নাম বাদ দিয়ে ৭ জনের দলকে ফ্রান্স যাওয়ার অনুমতি দিয়েছেন।

ক্রীড়া উপদেষ্টার সিদ্ধান্ত অনুযায়ী, প্যারিসে যে ৭ জনের দল যাবেন, তারা হলেন- শেখ আবদুস সালাম (আয়োজক কমিটির অতিথি), ফখরুদ্দিন হায়দার (হেড অব ডেলিগেট), মনিরুল ইসলাম (ফিজিশিয়ান), আসিফ সোবহান (টিম অফিসিয়াল), নিশিথ দাস (কোচ), জুমা আক্তার (আরচার), আল আমিন (আরচার)।

যাদের নাম ছেঁটে ফেলা হয়েছে তারা হলেন- রেবেকা সুলতানা, মাকসুদুর রহমান, নিগার হায়দার, মোহাম্মদ ফয়সাল আহসানউল্লাহ, আমিনুল ইসলাম ও সানাউল হক।

আরআই/এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।