ব্যাঙ্গালুরুকে হারালো মুস্তাফিজের সানরাইজার্স


প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ৩০ এপ্রিল ২০১৬

এবারের আইপিএলের ট্রেন্ডই বলছিল, প্রথম ব্যাট করা দলের ১৯০ প্লাস রানও নিরাপদ নয়। তবে এই প্রথম আইপিএল একটি দিন অতিবাহিত করলো, যে দিনের দুটি ম্যাচই জিতেছে প্রথম ব্যাট করা দল। বিকালে কেকেআরকে ২৭ রানে হারিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস। আর রাতের ম্যাচে বিরাট কোহলি-এবি ডি ভিলিয়ার্সদের দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ১৫ রানে হারিয়েছে মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দারাবাদ।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে সানরাইজার্স হায়দারাবাদ। ডেভিড ওয়ার্নার ৯২ এবং কেন উইলিয়ামসন করেন ৫০ রান। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রানেই থেমে যায় ব্যাঙ্গালুরু। ১৯৫ রানের লক্ষ্যে খেলতে নেমে সূচনাটা কোহলি আর লোকেশ রাহুল ভালোই করেছিলেন। ৪২ রানের জুটি গড়ার পর অবশ্য মুস্তাফিজের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন বিরাট কোহলি। এই প্রথম কোহলিকে আউট করতে পারলেন মুস্তাফিজ।

তবে এবি ডি ভিলিয়ার্স আর লোকেশ রাহুল ঠিকই ব্যাঙ্গালুরুকে জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেন। ৩২ বলে ৪৭ রান করেন ডি ভিলিয়ার্স। ২৮ বলে ৫১ রানের ইনিংস খেলেন লোকেশ রাহুল। ২৭ রান করেন শচীন বেবি। ২৫ রানে অপরাজিত থাকেন কেদার যাদব। সানরাইজার্সের বোলারদের মধ্যে মুস্তাফিজ, ভুবনেশ্বর কুমার, আশিস নেহরা, বারিন্দার ¯্রান এবং মইসেস হেনরিক্স- সবাই নেন ১টি করে উইকেট।

আইএইচএস/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।