টস জিতে ফিল্ডিংয়ে ব্যাঙ্গালুরু


প্রকাশিত: ০৩:২১ পিএম, ৩০ এপ্রিল ২০১৬

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। বৃষ্টির কারণে খেলা এক ঘন্টা বন্ধ থাকলেও পুরো ২০ ওভারের খেলাই হবে।

এই ম্যাচে এবারের আইপিএলে প্রথমবারের মত খেলতে নামছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ইয়ন মরগ্যানের পরিবর্তে দলে ফিরেছেন তিনি। সেক্ষেত্রে শেখর ধাওয়ানকে হয়ত দেখা যেতে পারে তিন নম্বরে ব্যাট করতে। এ ম্যাচে সানরাইজার্স হায়দারাবাদের বোলিংয়ে মূল ভরসার নাম মুস্তাফিজ। এখন পর্যন্ত আইপিএলের সবগুলো ম্যাচ খেলেছেন তিনি।

আইপিএলের নিজেদের প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছিল কোহলি এবং মুস্তাফিজ। ঐ ম্যাচে মুস্তাফিজের দলকে হারের স্বাদ দিলেও কাটার মাস্টারের বিপক্ষে তেমন সুবিধা করতে পারেনি ব্যাঙ্গালুরুর ব্যাটসম্যানরা। এই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে থাকছেন না টি-টোয়েন্টির সেরা ব্যাটসম্যান ক্রিস গেইল।

আরআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।