তবুও ফুটবলের পাশে থাকার ঘোষণা পোটনের


প্রকাশিত: ১১:৪৪ এএম, ৩০ এপ্রিল ২০১৬

বাফুফের বহুল আলোচিত নির্বাচনে কাজী সালাউদ্দিনের কাছে হেরে যাওয়ার পরেও ফুটবলের পাশে থাকার ঘোষণা দিয়েছেন পরাজিত প্রার্থী কামরুল আশরাফ খান (পোটন)। রাজধানীর হোটেল র‌্যাডিসনে শনিবার হওয়া বাফুফে নির্বাচনে কাজী সালাউদ্দিনের কাছে ৩৩ ভোটের ব্যবধানে হেরে যান পোটন। হেরে গেলেও তিনি বিজয়ী প্রার্থী কাজী সালাউদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন।

পাশাপাশি ফুটবলের সাথে থাকারও ঘোষণা দেন তিনি। সভাপতি পদের ফল ঘোষণার পর সাংবাদিকদের কাছে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি হেরে গেছি তাতে কি হয়েছে, আমি ফুটবল থেকে সরে যাবো না। ফুটবলের পাশেই থাকবো। যে কোন সময় ফুটবলের উন্নয়নে আমি কাজ করে যেতে চাই।’

রাগ কিংবা প্রতিদ্বন্দ্বীতা ভুলে কাজী সালাউদ্দিনকেও সহযোগিতা করার আশ্বাস দেন তিনি, ‘কাজী সালাউদ্দিনের কোন সহযোগিতা হলে আমি পাশে থাকবো। ফুটবলের সহযোগিতায় আমি সবসময় নিবেদিত থাকবো।’

উৎসবমুখর পরিবেশে বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ কারণে নির্বাচন নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি। যে কারণে নির্বাচনে শতভাগ ভোট জমা পড়েছে বলে বিশ্বাস করেন পোটন। তিনি বলেন, ‘হার-জিত আছেই। আমি প্রতিদ্বন্দ্বীতা করেছি বলেই না এতটা উৎসবমুখর হয়েছে নির্বাচনটি। না হয় কাউকে তো ভোট্যই দিতে আসতে হতো না। এটাও তো একটা ইতিবাচক দিক।’

কেন হেরে গেলেন? এ প্রশ্নের জবাবে পোটন বলেন, ‘ভোটাররা যাকে পছন্দ করেছে তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি চেষ্টা করেছি। হয়নি। তবে ভোটারদের ওপর হয়তো তারা যেভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে সেটাও একটা কারণ হতে পারে। দু’দিন আগে থেকে ভোটারদের হেলিক্প্টার-বিমানে করে ঢাকায় নিয়ে আসা হয়েছে। রেখেছে পাঁচ তারকা হোটেলে। এসব কারণেও হেরে যেতে পারি।’ 

আপনার বিপক্ষে ভোটারদের অর্থ দেওয়ার অভিযোগ উঠেছে। এটা কতটা সত্যি? জবাবে কামরুল আশরাফ খান বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা কথা। প্রার্থী হিসেবে আমি ভোটারদের কাছে গিয়েছি; কিন্তু অর্থ লেনদেনের মত কোন কাজ আমাদের পক্ষ থেকে হয়নি। বরং, আমার কাছে তো অভিযোগ এসেছে, তারাই ভোটারদের কেনার চেষ্টা করেছে।’

আরআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।