সাকিব-ডুমিনিদের সম্ভাব্য একাদশ


প্রকাশিত: ০৬:০০ এএম, ৩০ এপ্রিল ২০১৬

জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে আজ দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি হবে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। দিল্লির ফিরোজ শাহ কোটলায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।

গত ম্যাচেই মুম্বাইয়ের কাছে হেরে আত্মবিশ্বাসে কিছুটা পিছিয়ে আছে কেকেআর। তবে ব্যাট হাতে বেশ ছন্দে আছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গাম্ভীর। আন্দ্রে রাসেলের মারমুখী ব্যাটিংয়ে স্বস্তি পাচ্ছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। তবে, সাকিবের অফ ফর্ম নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছে তারা। আপাতত নারিনের বোলিংয়েই ভরসা খুঁজে বেড়াচ্ছে কলকাতা। বর্তমানে ছয় ম্যাচে চার জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে কলকাতা।

এদিকে দিল্লির অবস্থাও ভালো নয়। অধিনায়ক জহির খান এবারের দলীয় পারফরমেন্সে খুব একটা সন্তুষ্ট নন। আগের ম্যাচে হারলেও ক্রিস মরিসের ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স আশার আলো জ্বালাচ্ছে দিল্লির হয়ে। ৫ ম্যাচ খেলে ৩ জয়ে পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে দলটি।

কলকাতা নাইট রাইডার্স (সম্ভাব্য) একাদশ:
গৌতম গম্ভীর (অধিনায়ক), রবিন উথাপ্পা (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, রাজগোপাল সতীশ, পীযুষ চাওলা, উমেশ যাদব, সুনীল নারাইন এবং মর্নে মরকেল।

দিল্লি ডেয়ারডেভিলস একাদশ (সম্ভাব্য):
মায়াঙ্ক আগারওয়াল, কুইন ডি কক (উইকেটরক্ষক), শ্রেয়াস আয়ার, সঞ্জু স্যামসন, কারুন নায়ার, জেপি ডুমিনি, পবন নেগি, ক্রিস মরিস, অমিত মিশ্র, জহির খান (অধিনায়ক) এবং ইমরান তাহির।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।