যে কারণে পরিবর্তন হচ্ছে শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৬ পিএম, ১১ আগস্ট ২০২৪

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজল ভূঁইয়া প্রথমদিন অফিস করতে এসেই গুরুত্বপূর্ণ তিনটি সিদ্ধান্ত নিয়েছেন। যার অন্যতম হলো সাভারে অবস্থিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তন। নতুন নাম দেয়া হচ্ছে, বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট।

আজ সচিবালয়ে প্রথম দিন অফিস করতে এসে সাংবাদকিদের মুখোমুখি হয়ে এ কথা জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘আমরা প্রথম দিন তিনটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। যার প্রথমটি হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়নের নাম পরিবর্তন।’

কেন নাম পরিবর্তন করা হচ্ছে? তারও ব্যাখ্যা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, ‘যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে এবং সহস্র ছাত্র-জনতা মারা গিয়েছে, আমরা মনে করি তিনি এসবের সঙ্গে সরাসরি যুক্ত। সে জায়গা থেকে, এটা শুধু আমাদের মন্ত্রণালয় নয়, প্রত্যেকটি স্থানে এটা করা হবে। শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে আমরা বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছি। এ বিষয়ে প্রক্রিয়া চলমান থাকবে এবং দ্রুতই এটা কমপ্লিট হবে।’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।