ব্রাদার্সের বিপক্ষে ঘুরে দাঁড়াবে আবাহনী : তাসকিন


প্রকাশিত: ১২:৪০ পিএম, ২৯ এপ্রিল ২০১৬

এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শুরু থেকেই আলোচনায় ছিল ঢাকার ঐতিহ্যবাহী পরাশক্তি আবাহনী। শক্তিশালী দল গড়ে বরাবরের মতো খবরের শিরোনামে ছিল ক্লাবটি। প্রথম ম্যাচে মাশরাফির দল কলাবাগান ক্রীড়া চক্রকে উড়িয়ে দিয়ে লিগে শুভ সূচনা করলেও পরের ম্যাচেই তাদের মাটিতে নামিয়ে আনে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে আগামীকাল ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ঘুরে দাঁড়াবে বলে মনে করেন দলের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদ।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করতে আসে আবাহনী। এ সময় তাসকিন বলেন, `দলের ভালো কিছু করতে হলে প্রত্যেকটা ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা সবাই মানুষ তাই মাঝে মধ্যে ভুল হতেই পারে। এখন আমাদের করণীয় হলো আগের ম্যাচের ভুলগুলো ঠিক করে পরবর্তী ম্যাচগুলোতে ভালো করে খেলা। আশা করি কালকেই আমরা ঘুরে দাঁড়াবো`

শক্তিমত্তায় মাঝারি মানের দল হলেও জয়-পরাজয়ের পরিসংখ্যানে এখন পর্যন্ত তাদের অবস্থান আবাহনীর সমান। আবাহনীর মত এক ম্যাচ জিতলেও উল্টো অবস্থানে আছে ব্রাদার্স। প্রথম ম্যাচে মোহামেডানের কাছে হারের পর কলাবাগান ক্রিকেট একাডেমীর বিপক্ষে জয় তুলে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দলটি। এমন ইঙ্গিতই দিয়েছেন দলের দলের অন্যতম সেরা ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস। এ প্রসঙ্গে নাফিস বলেন, ‘আমরা একটি ম্যাচ জিতেছি ও একটিতে হেরেছি। কালকের ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা জিততে পারলে আমরা লিগে ভালো অবস্থানে চলে আসবো। আশা করি আমরা তা করতে পারবো।’

তবে ঢাকা প্রিমিয়ার লিগে ১৭ বারের চ্যাম্পিয়ন আবাহনী। তাই স্বাভাবিকভাবেই এগিয়ে আছে তারা। দল হিসাবেও অনেক শক্তিশালী তারা। তবে এবার ঢাকা প্রিমিয়ার লিগে সব দলই সমান বলে মনে করেন আবাহনীর পেসার তাসকিন।

আরটি/আরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।