দুই ধাপে ভারত সফরে যাবে বাংলাদেশ!


প্রকাশিত: ১২:৩০ পিএম, ২৯ এপ্রিল ২০১৬

ভারতের মাটিতে বাংলাদেশের সফর নিয়ে এখনো কোন সুরাহায় আসতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগে এক ম্যাচের টেস্ট সিরিজের কথা থাকলেও সেই সিরিজে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি যোগ করার প্রস্তাব দেয় বাংলাদেশ। বাংলাদেশ প্রস্তাব দিলেও সেই ব্যপারে নির্দিষ্ট কোন মতামত দেয়নি বিসিসিআই।

এর আগে আইসিসি সভায় বিসিসিআইর সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফলপ্রুসু আলোচনা হয়। বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, ‘৩ ম্যাচের ওয়ানডে সিরিজ, অথবা ২ ম্যাচের টি-২০ সিরিজ হলে ভাল হয়। আমরা এই দু’টি বিকল্প প্রস্তাব দিয়েছি।’

পুরো বছর জুড়েই ভারতের রয়েছে ব্যস্ত সময়সূচি। আগস্টের শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত সময়টাতে কোন খেলা নেই ভারতের। ঐ সময়টাতেই সিরিজ খেলতে চাইছে বাংলাদেশ। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলে বাংলাদেশের বিপক্ষে আবারো টেস্ট খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

এক ম্যাচ টেস্ট সিরিজের সাথে অন্য কোন ফরম্যাট যোগ হলে সফরটি পিছিয়েও যেতে পারে। এমনকি দুই ফরম্যাটের ম্যাচ খেলতে দু’বার ভারত সফরে যেতে পারে বাংলাদেশ, এমন বিকল্প চিন্তাও করছে বিসিসিআই। এখন পর্যন্ত কোন ভেন্যুতে খেলা হবে সেটা নিশ্চিত করতে পারেনি ভারত।

সুবিধাজনক ভেন্যু খোঁজার পাশাপাশি সফরটি পিছিয়ে দেওয়ার কথাও ভাবছে বিসিসিআই। দুই ধাপের প্রথম ধাপে, টেস্ট খেলে দেশে ফিরে আসবে বাংলাদেশ। পরের ধাপে আবার ওয়ানডে অথবা টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। তবে সিরিজ যে হচ্ছে সেটা শতভাগ নিশ্চিত।

আরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।