মুস্তাফিজের ‘স্লোয়ারে’ মজেছেন মানিন্দার সিং


প্রকাশিত: ১০:৩২ এএম, ২৯ এপ্রিল ২০১৬

বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেটের সবথেকে আলোচিত নাম বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান। আইপিএলে দিনের পর দিন নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় নামেন তিনি। বিশ্বের নামীদামী ক্রিকেটারদের প্রশংসা পাওয়ার পাশাপাশি জুটেছে অনেক সম্মানও। সানরাইজার্স হায়দারাবাদের হয়ে প্রথমবার আইপিএল খেলতে গিয়েই সকলের চিন্তার কারণ হয়েছেন বাংলাদেশের এই কাটার মাস্টার। কাটারের পাশাপাশি ইদানিংকালে স্লোয়ারটাও বেশ ভালো দিচ্ছেন মুস্তাফিজ। তার স্লোয়ারে এবার মজেছেন ভারতের বাঁহাতি স্পিনার মানিন্দার সিং।

এবারের আইপিএলে স্পিনারদের তুলনায় পেসারদের সাফল্য অনেক বেশি। পেসারদের বল খেলতেও বেশ হিমসিম খেতে হচ্ছে ব্যাটসম্যানদের। এদিক দিয়ে মুস্তাফিজ যেন সকলের থেকে একটু বেশিই এগিয়ে রয়েছেন। তার স্লোয়ার এবং কাটারে ভূপাতিত হচ্ছেন ব্যাটসম্যান। তাকে নিয়ে আলাদা পরিকল্পনাও আঁটতে হচ্ছে বিপক্ষ দলকে। মুস্তাফিজের স্লোয়ার সম্পর্কে কথা বলতে গিয়ে ভারতের সাবেক ক্রিকেটার মানিন্দার সিং বলেন, ‘আপনি মুস্তাফিজের বোলিংয়ের দিকে তাকান, তার স্লোয়ার বলগুলো বোঝা আসলেই কষ্টকর।’

বর্তমান সময়ের ব্যাটসম্যানদের অতিমানবীয় ব্যাটিংয়ের কারণে বেশিরভাগ সময়েই বোলাররা আলোর মুখ দেখেননা। কিন্তু বর্তমান সময়ে সেটা অনেকাংশেই বদলে গেছে। পেস বোলারদের কথা বলতে গিয়ে মানিন্দার বলেন, ‘পেস বোলাররা এখন অনেক ভালো বল করছে। তারা বোলিংয়ে আনছে নতুনত্ব। তাদের স্লোয়ার, কাটারসহ অন্যান্য অস্ত্র বেকায়দায় ফেলছে ব্যাটসম্যানকে।’

আরআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।