স্টেম সেল চিকিৎসা নিচ্ছেন রোনালদো


প্রকাশিত: ০৪:৫৯ এএম, ২৯ এপ্রিল ২০১৬

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে হলে নিজেদের মাঠে ফিরতি লেগে জিততেই হবে রিয়াল মাদ্রিদকে। আর এ ম্যাচে যে কোন মূল্যে দলের সেরা তারকা রোনালদোকে মাঠে চায় জিনেদিন জিদান। তাই আগামী সপ্তাহের আগেই রোনালদোকে সুস্থ করে তুলতে স্টেম সেল চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে রিয়াল কর্তৃপক্ষ।

স্টেম সেল চিকিৎসা হচ্ছে প্রথমে রক্ত অথবা হাড় থেকে ভালো সেল সংগ্রহ করেন ডাক্তার। এরপর সেটা প্রয়োগ করেন আক্রান্ত স্থানে। রোনালদোর উরুতে এই চিকিৎসা পদ্ধতিই ব্যবহার করা হয়েছে। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছেন রিয়াল তারকা, যেগুলোতে বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে তাকে।

এদিকে তার মা আভেইরোরও বিশ্বাস, ম্যানসিটির বিপক্ষে ফিরতি লেগে খেলতে পারবে ছেলে, `সে সুস্থ, তবে শতভাগ নয়, ৮০ ভাগ। আমি মনে করি, পরের সপ্তাহে মাঠে নামতে পারবে সে।`

উল্লেখ্য, হ্যামস্ট্রিং ইনজুরিতে ছিলেন বলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে খেলতে পারেননি। ম্যানচেস্টার সিটির বিপক্ষে জিততে পারেনি রিয়াল মাদ্রিদও।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।