শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান অনুষ্ঠান স্থগিত

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:০৭ এএম, ০৫ আগস্ট ২০২৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের নামে প্রবর্তিত ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার' প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

আজ (সোমবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পুরস্কার-২০২৪ এর জন্য ১০ ব্যক্তি এবং দুটি সংস্থার নাম ঘোষণা করা হয়েছে রোববার।

এবারের পুরস্কারের জন্য যাদের মনোনয়ন দেওয়া হয়েছে তারা হলেন- আজীবন সম্মাননা বীর মুক্তিযোদ্ধা তানভীর মাজহার ইসলাম, শ্যুটার শাকিল আহমেদ, ভারোত্তোলক ফিরোজা খাতুন, সাঁতারু মাহফিজুর রহমান সাগর, উদীয়মান ক্রিকেটার তাওহীদ হৃদয়, স্প্রিন্টার জহির রায়হান, ক্রীড়া সংগঠক মোহাম্মদ আতিকুল হাবিব ও মাহি উদ্দিন আহমেদ, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন, পৃষ্ঠপোষক হামিদ গ্রুপ, ক্রীড়া সাংবাদিক খন্দকার মঞ্জুরুল ইসলাম এবং ক্রীড়া ধারাভাষ্যকার কল্যাণ কুমার সাহা।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।