বাফুফে নির্বাচনে এএফসির পর্যবেক্ষক


প্রকাশিত: ০৩:১৬ পিএম, ২৮ এপ্রিল ২০১৬

একদিন পরই জমজমাট বাফুফে নির্বাচন। আগামী শনিবার অনুষ্ঠিত নির্ধারিত হতে যাচ্ছে, আগামী চার বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পরিচালচালনার দায়িত্বভার থাকবে কাদের ওপর। এই নির্বাচনে ফিফার নিয়ম কানুন সুষ্ঠভাবে পালন করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণের জন্য আজ (বৃহস্পতিবার) ঢাকায় এসেছেন ফিফা ও এএফসি প্রতিনিধি সি মুন ইয়ং।

বৃহস্পতিবার বাফুফে ভবনে তিনি প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দু’জন দীর্ঘক্ষণ বৈঠক করেন। প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে বাফুফের নির্বাচন সংক্রান্ত যাবতীয় খুটিনাটি জেনে নেন ফিফা এবং এএফসি প্রতিনিধি।

বৈঠক শেষে ইয়ং সাংবাদিকদের বলেন,‘বাফুফের নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করেছি। আলোচনার পর মনে হয়েছে সব সঠিকভাবেই চলছে। কোনও অনিয়ম বা অসংলগ্নতা থাকলে তা আমি নির্বাচনের পর বলতে পারব। আমার কাজ হচ্ছে বাফুফে নির্বাচন ফিফার ইলেক্টোরাল কোড অনুযায়ী হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলার নেই।’

আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।