ফুটবলকে অন্ধকার থেকে আলোতে আনতে চায় ‘বাঁচাও ফুটবল’ পরিষদ


প্রকাশিত: ০২:৪৫ পিএম, ২৮ এপ্রিল ২০১৬

আর একদিন পরই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। শেষ মুহূর্তে এসে বেশ জমে উঠেছে এই নির্বাচনটি। কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ এবং নরসিংদীর এমপি কামাল আশরাফ খানের নেতৃত্বাধীন বাঁচাও ফুটবল পরিষদের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই অনুষ্ঠিত হতে যাচ্চে, সেটা পরিবেশ-পরিস্থিতে দেখেই বোঝা যাচ্ছে।

বাফুফে নির্বাচনকে সামনে রেখে প্যানেল পরিচিতি অনুষ্ঠান আয়োজন করেছে বাঁচাও ফুটবল পরিষদ। রাজধানীর হোটেল ওয়েস্টইনে আয়োজিত এই অনুষ্ঠানে বাঁচাও ফুটবল পরিষদের আহ্বায়ক, শেখ জামালা ধানমন্ডি ক্লাবের প্রেসিডেন্ট মঞ্জুর কাদের শুরুতেই বললেন, ‘গত আটটি বছর ফুটবল শুধু পিছিয়েছে। কাজী সালাউদ্দিনের কমিটি পুরোপুরি ব্যার্থ ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। আমরা বাঁচাও ফুটবল পরিষদ গঠন করেছি, বাংলাদেশের ফুটবলকে অন্ধকার থেকে আলোতে তুলে নিয়ে আসার জন্য।’

মঞ্জুর কাদের বলেন, ‘কোন পদ কিংবা কোন কিছু পাওয়ার আশা নেই আমার। আমি শুধু বাংলাদেশের ফুটবলকে বাঁচানোর জন্যই আপনাদের দাওয়াত দিয়ে ডেকে এনেছি। বাংলাদেশের ফুটবলকে বাঁচাতে হলে কী করতে হবে আপানারা সবাই সেটা জানেন। আমরা সেই কাজটাই করতে চাই।’ আগের কমিটির সমালোচনা করে তিনি বলেন, ‘সদ্য সাবেক হতে যাওয়া কমিটি কী করেছে, না করেছে আপনারা সবাই ভালো জানেন। সুতরাং, তাদেরকে যদি তৃতীয়বারেরমত বাফুফের দায়িত্বে আনতে চান, তাহলে সেটা আপনাদের ওপরই নির্ভর করবে। তবে, ফুটবলকে বাঁচাতে হলে আমি মনে করি, আমাদের বিকল্প এখন আর নেই।’

বাফুফের কাউন্সিলরদের (ডেলিগেট) কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গত আট বছর তো আপনারা দেখেছেন। ফুটবল এগিয়েছে না পিছিয়েছে সেটাও আপানারা জানেন। ফুটবল আজ যে অন্ধকারের মধ্যে এসে দাঁড়িয়েছে, সেটাকে আলোতে তুলে আনার জন্য আমরা আপনাদের সামনে একটা প্যানেল দাঁড় করিয়েছি। আপনাদের কাছে অনুরোধ, আগামী চার বছরের জন্য আমাদের সুযোগ দিয়ে দেখুন, আমরা কী করতে পারি। কথা দিচ্ছি, যদি আমরা আমাদের ওয়াদার বিন্দু পরিমাণও ভিন্ন কিছু করি, তাহলে আগামীবার আর আপনাদের সামনে আসবো না।’

বাফুফে নির্বাচনে বাঁচাও ফুটবল পরিষদ
সভাপতি: কামাল আশরাফ খান (এমপি)
সহ-সভাপতি : নাজিব আহমেদ, খুরশিদ আলম বাবুল, একেএম মমিনুল হক সাঈদ, আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু।
সদস্য: একেএম নওশেরুজ্জামান, মোহাম্মদ সাইফুর রহমান মনি, আবু হাসান চৌধুরী, হাসানুজ্জামান খান বাবলু, আজফার-উজ-জামান খান সোহরাব, শেখ মোহাম্মদ আসলাম, মোহাম্মদ কায়সার হামিদ, মোহাম্মদ ইমতিয়াজ সুলতান জনি, বিজন বড়ুয়া, সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বির, মোহাম্মদ ইকবাল, কামরুন নাহার ডানা, মোহাম্মদ আবদুল গাফফার, টিপু সুলতান।

আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।