প্যারিস অলিম্পিক
‘গ্যাংস্টার স্টাইলে’ রূপা জিতে ভাইরাল ৫১ বছরের তুর্কি শুটার
‘পিস্তল হাতে নিলাম। ঠুস করে মেরে দিয়ে চলে আসলাম।’ সাধারণত গ্যাংস্টার টাইপের সিনেমাগুলোতে এমন চিত্র দেখা যায়। এবার দেখা গেলো অলিম্পিকের মতো আসরে!
৫১ বছর বয়সী তুরস্কের শুটার ইউসুফ ডিকেসজ যা দেখালেন, মুহূর্তেই নেট দুনিয়ায় তা ভাইরাল। ইউসুফ প্যারিস অলিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে জিতেছেন রূপার পদক। এতটা ক্যাজুয়েল স্টাইলে বোধ হয় এর আগে কোনো শুটারকে দেখেননি ক্রীড়াপ্রেমীরা।
শুটিংয়ের সময় ইউসুফের একটি হাত ছিল পকেটে। ছিল না কোনো বিশেষ সরঞ্জাম। মনে হচ্ছিল, মাত্রই বাসা থেকে একটি পিস্তল নিয়ে বেরিয়ে এসেছেন। এতটাই ক্যাজুয়েল স্টাইলে দেশকে রূপার পদক এনে দিয়েছেন তুর্কি শুটার। মিক্সড ইভেন্টে তার সঙ্গী ছিলেন সিবাল ইলাইদা তারহান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ইউসুফের ছবি সম্বলিত একটি পোস্টে এই প্রতিবেদন লেখার সময় ৯০ মিলিয়ন ভিউ হয়ে গেছে।
যেখানে লিখা ছিল, ‘তুরস্ক ৫১ বছরের একজনকে পাঠিয়েছে যার ছিল না কোনো স্পেশালাইজড লেন্স, আই কভার অথবা ইয়ার প্রটেকশন; এবং তিনি জিতেছেন রূপার পদক।’
এমএমআর/জিকেএস