অলিম্পিকে আজ ১২টি সোনার লড়াই

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১৬ এএম, ৩১ জুলাই ২০২৪

প্যারিস অলিম্পিকে আজ ২০টি সোনার লড়াই অনুষ্ঠিত হবে। এর মধ্যে শুধু সাঁতারেই হবে ৫টি সোনার নিষ্পত্তি। শুরু হয়েছে সার্ফিং দিয়ে। পুরুষ ফাইনাল শুরু হয় সকাল ৭টা ৩৪ মিনিটে। এরপর নারী ফাইনাল হবে সকাল ৮টা ১৫ মিনিটে।

সিন নদীর পানি দূষণের কারণে গতকাল মঙ্গলবার স্থগিত করা হয়েছিল ট্রায়াথলন। আজ সেই খেলা দুটি হবে। প্রথমে মেয়েদের ব্যক্তিগত খেলা শুরু হবে দুপুর ১২টায়। এরপর পুরুষ ব্যক্তিগতভাবে সাঁতারে নামবে ২টা ৪৫ মিনিটে।

ডাইভিংয়ে হবে একটি সোনার লড়াই। মেয়েদের সিনক্রোনাইজড ১০ মিটার প্ল্যাটফর্মের খেলা অনুষ্ঠিত হবে দুপুর ৩টায়। এছাড়া রোইংয়ে পুরুষ কোয়াড স্কালসের ফাইনাল হবে বিকেল ৪টা ২ মিনিটে। সঙ্গে থাকবে মেয়েদের কোয়াড স্কালস ফাইনাল, বিকেল ৪টা ১৪ মিনিটে।

সাইক্লিং বিএমএক্স ফ্রিস্টাইলে হবে সোনার লড়াই। প্রথমে মেয়েদের পার্ক হবে বিকেল ৫টা ১০ মিনিটে। এরপর পুরুষ পার্ক সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে। শুটিংয়ে একমাত্র সোনার লড়াই হবে মেয়েদের ট্র্যাপে, সন্ধ্যা সাড়ে ৭টায়।

ক্যানো স্লালম, জিমন্যাস্টিকস ও ফেন্সিংয়ে হবে একটি করে সোনার লড়াই। ক্যানো স্লালমে মেয়েদের একক ফাইনাল হবে রাত ৯টা ২৫ মিনিটে। জিমন্যাস্টিকস পুরুষ অল-অ্যারাউন্ড রাত সাড়ে ৯টায়। ফেন্সিংয়ে পুরুষ স্যাবর দলীয় খেলা হবে রাত সাড়ে ১১টায়।

জুডোতে দুটি খেলা হবে। মেয়েদের ৭০ কেজি ফাইনাল রাত ৯টায়, এরপর পুরুষ ৯০ কেজি হবে রাত সাড়ে ৯টায়।

সাঁতারে ৫টি সোনার লড়াই শুরু হবে মেয়েদের ১০০ মিটার ফ্রিস্টাইল দিয়ে। রাত সাড়ে ১২টায় শুরু হবে খেলা। এরপর পুরুষ ২০০ মিটার বাটারফ্লাই রাত ১২টা ৩৭ মিনিটে।

মেয়েদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলের পর আবার দুটি পুরুষদের খেলা হবে। পুরুষ ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক রাত ২টা ৩১ মিনিটে শুরু হবে। অলিম্পিকের পঞ্চম দিনের সোনার লড়াই শেষ হবে পুরুষ ১০০ মিটার ফ্রিস্টাইল দিয়ে। এটি হবে রাত ২টা ৩৯ মিনিটে।

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।