প্যারিস অলিম্পিক

নিজের সেরা টাইমিং করেও বিদায় বাংলাদেশি সাঁতারু সামিউলের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:০২ পিএম, ৩০ জুলাই ২০২৪

অলিম্পিক গেমসে বাংলাদেশের ক্রীড়াবিদদের লক্ষ্যই থাকে নিজের ক্যারিয়ারসেরা পারফরম্যান্স করা। কেউ পারেন, কেউ পারেন না। প্যারিস অলিম্পিকে খেলতে যাওয়া ৫ ক্রীড়াকিদের মধ্যে শ্যুটার রবিউল ইসলাম বিদায় নিয়েছেন আগেই। আজ (মঙ্গলবার) বিদায় নিলেন সাঁতারু সামিউল ইসলাম রাফি।

১০০ মিটার ফ্রিস্টাইলের হিটে অংশ নিয়েছিলেন জাতীয় সাঁতারে তিনটি রেকর্ড করা এই সাঁতারু। ২ নম্বর হিটে অংশ নিয়ে সাঁতার শেষ করেছেন ৫৩.১০ সেকেন্ডে। নিজ হিটে ৮ জনের মধ্যে হয়েছেন পঞ্চম।

সাঁতারের এই ইভেন্টে অংশ নিয়েছিলেন ৭৯ জন। এর মধ্যে বাংলাদেশের সাঁতারুর অবস্থান ৬৯ নম্বরে।

টাইমিংয়ে শীর্ষ ১৬ জন উঠেছেন সেমিফাইনালে। বাকিদের বিদায়। বাংলাদেশের সামিউল এই একটি ইভেন্টেই অংশ নিয়েছেন। তাই বিদায়ের ফলে প্যারিস অলিম্পিকও শেষ হয়ে গেলো তার।

সামিউল অবশ্য নিজের সেরা টাইমিং করতে পেরেছেন অলিম্পিকের মতো বড় আসরে। তার আগের সেরা টাইমিং ছিল ৫৩.১২ সেকেন্ড।

৪৭.৫৭ সেকেন্ড সময় নিয়ে হিটে প্রথম হয়েছেন যুক্তরাষ্ট্রের জ্যাক অ্যালেক্সি। ১৬তম হয়ে সেমিফাইনালে ওঠা দক্ষিণ কোরিয়ার সুন-উ হোয়াং সময় নিয়েছেন ৪৮.৪১ সেকেন্ড।

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।