দুই কিংবদন্তির শেষ লড়াই! নাদালকে পাত্তাই দিলেন না জকোভিচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ২৯ জুলাই ২০২৪

দুই টেনিস কিংবদন্তির ৬০তম লড়াই এবং সম্ভবত শেষবারের মতোও। নোভাক জকোভিচ আর রাফায়েল নাদাল মুখোমুখি হয়েছিলেন রোলাঁ গারোয় অলিম্পিক টেনিসের মহারণে।

সেই মহারণ অবশ্য তেমন জমলো না। পাত্তাই পেলেন না নাদাল। লাল দুর্গের রাজা নাদালকে সরাসরি ৬-১, ৬-৪ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠে গেলেন জকোভিচ।

প্রথম সেট ৬-১ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় সেটেও জকোভিচ সহজেই নাদালকে উড়িয়ে দেবেন মনে হচ্ছিল। তবে এবার কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন নাদাল। সমতা ফেরান ৪-৪'এ। তবে এরপর আর সুযোগ দেননি জকোভিচ। শেষ পর্যন্ত ৬-৪ সেটে হার মানতে হয়েছে নাদালকে।

রোলা গাঁরোর এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে হেড টু হেড লড়াইয়ে ৩১-২৯ ব্যবধানে এগিয়ে গেলেন সার্বিয়ান টেনিস তারকা জকোভিচ।

সিঙ্গেলস থেকে ছিটকে পড়ে নাদালের এখন একমাত্র ভরসা ডাবল টুর্নামেন্ট। স্বদেশি কার্লোস আলকারেজকে সঙ্গে নিয়ে সোনার লড়াইয়ে নামবেন এই স্প্যানিয়ার্ড।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।