নিজেকে মুস্তাফিজের থেকেও বেশি মারাত্মক ভাবেন বোল্ট


প্রকাশিত: ০৭:৩৭ এএম, ২৮ এপ্রিল ২০১৬

আইপিএলে প্রত্যেক ম্যাচেই অসাধারণ বোলিং করে বিপক্ষ দলের মাথা ব্যাথার কারণ হয়েছেন মুস্তাফিজ। এখন পর্যন্ত সানরাইজার্স হায়দারাবাদের হয়ে সবগুলো ম্যাচ খেলে কেবলমাত্র একটি ম্যাচে উইকেটশূন্য ছিলেন কাটার মাস্টার। তার স্লোয়ার এবং ইয়োর্কার খেলতে হিমশিম খেতে হচ্ছে ব্যাটসম্যানদের। মুস্তাফিজ একাদশে থাকায় দলে সুযোগই পাচ্ছেন না কিউই পেসার ট্রেন্ট বোল্ট। এ বছরের জানুয়ারী মাসের পর আর কোন টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়নি বোল্টের।

ভারতীয় পত্রিকা ‘ডেকান ক্রোনিক্যালে’ সাক্ষাৎকার দেয়ার এক পর্যায়ে ট্রেন্ট বোল্ট বলেন, ‘মুস্তাফিজ এবং আমি দুজনই ভিন্ন বোলার। আমি নিজেকে তার থেকেও বেশি মারাত্মক এবং সুইং বোলার হিসেবে দেখতে বেশি ইচ্ছুক যে সামনে থেকে উইকেট নিবে। অন্যদিকে মুস্তাফিজ খুব দক্ষতার সাথে তার গতি নিয়ন্ত্রণ করতে পারে। তার ইয়োর্কার গুলো অসাধারণ।’

সানরাইজার্স হায়দারাবাদের হয়ে ৮ লক্ষ ডলারের খেলার সুযোগ পান বোল্ট। এখন পর্যন্ত একটি ম্যাচও খেলার সুযোগ পাননি তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার পুরোটা সময় কেটেছে বেঞ্চে। মুস্তাফিজের প্রশংসা করতে গিয়ে কিউই পেসার বলেন, ‘আমাদের দলে অনেক ভালো মানের পেস বোলার রয়েছে। মুস্তাফিজ খুব সামনে থেকে আক্রমণ করছে। ভুবনেশ্বের কুমার সেটাকে ধরে রাখছে উইকেট নিয়ে। নেহরাও ভালো করছে। সবার মধ্যেই প্রতিযোগিতা হচ্ছে একাদশে টিকে থাকার জন্য।’

কয়েকদিন আগেই মুস্তাফিজের মধ্যে ওয়াসিম আকরামকে দেখতে পান বলে মন্তব্য করেছেন প্রোটিয়া পেস বোলার ডেল স্টেইন। স্টেইনের কথার সাথে একমত না হলেও মুস্তাফিজের বোলিং দেখাটা বেশ উপভোগ করেন বোল্ট। ‘মুস্তাফিজের দক্ষতা আছে। ওয়াসিম আকরামেরও ছিল। আমি বলছি না মুস্তাফিজ ওয়াসিম আকরামের মতই সুইং করাতে পারে কিন্ত তাকে কাছ থেকে বোলিং করতে দেখাটা অনেক উপভোগ্য।’

আরআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।