এবার মুশফিকের সেঞ্চুরি


প্রকাশিত: ০৬:৩৭ এএম, ২৮ এপ্রিল ২০১৬

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আগের ম্যাচেই খেলেছিলেন ৭২ রানের অনবদ্য ইনিংস। এবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাদা জার্সি ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক মুশফিকুর রহিম। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে দায়িত্বশীল ব্যাটিং করে মোহামেডানের সম্মানজনক সংগ্রহে দারুণ ভূমিকা রাখেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।

বৃহস্পতিবার বিকেএসপির তিন নম্বর মাঠে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পরে মোহামেডান। মাত্র ৬২ রানেই শীর্ষ চার উইকেট হারিয়ে ফেলে তারা। তবে একপ্রান্তে দুর্দান্ত ব্যাটিং করে ১০৫ বলে লিস্ট ‘এ’ টুর্নামেন্টে নিজের সপ্তম সেঞ্চুরি তুলে নেন তিনি।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের শেষ সিরিজে সেঞ্চুরি করেছিলেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১০৭ রানের ইনিংস খেলেন তিনি। তবে এরপর থেকেই রানখরায় ছিলেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে সেভাবে নিজেকে মেলে ধরতে পারছিলেন তিনি। তবে ওয়ানডে সংস্করণে ফিরেই আবার রানের ধারায় ফিরলেন এ ক্রিকেটার।

শেষ পর্যন্ত ১০৮ বলে ১০৪ রানের ইনিংস খেলে চতুরাঙ্গা ডি সিলভার বলে আউট হন মুশফিক। নাদিফ চৌধুরীর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। স্বভাবসুলভ ব্যাটিং করে এদিন চারের চেয়ে ছক্কা মারার দিকে মনযোগী ছিলেন অধিনায়ক। ৪টি চারের বিপরীতে ৫টি ছক্কা মারেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।

আরটি/আরআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।