সাউল ম্যাজিকে বায়ার্নকে হারালো অ্যাটলেটিকো


প্রকাশিত: ০৩:১৮ এএম, ২৮ এপ্রিল ২০১৬

বিশ্বের অন্যতম সেরা কোচ পেপ গার্দিওলাও রুখতে পারলেন না ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদকে। ঘরের মাঠ ভিসেন্তে কালেদরনে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ১ম লেগে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রাখলো গ্রিজম্যান-টরেসের দল। রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার মত বড় দলগুলোকে হর হামেশাই হারিয়ে দিচ্ছে মাঝারি বাজেটের অ্যাটলেটিকো মাদ্রিদ। ইউরোপের বড় মঞ্চেও যেন সেটারই প্রতিচ্ছবি দেখলো বায়ার্ন মিউনিখ।

মুলার এবং রিবেরিবিহীন বায়ার্ন মিউনিখ নেমেছিল অ্যাটলেটিকো বধের মিশনে। কিন্তু শুরুতেই বিশাল ধাক্কা দেন অ্যাটলেটিকোর মিডফিল্ডার সাউল নিগুয়েজ। মাঝ মাঠ থেকে তিনজন বায়ার্ন ফুটবলারকে কাটিয়ে ডি বক্সে ঢুকে সেখানেও একজন ডিফেন্ডারকে কাটিয়ে ড্রিবলিং করে বাঁ পায়ের বাকানো শটে বায়ার্নের জালে বল জড়ান তিনি। অসাধারণ এক গোল করে ১১ মিনিটেই অ্যাটলেটিকোকে ১-০ গোলে এগিয়ে দেন তিনি।  

গোল খেয়ে যেন আরো বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে বায়ার্ন। ২৩ মিনিটে দূর থেকে নেয়া ডগলাস কস্তার ফ্রি কিক একটুর জন্য গোলের ঠিকানা পায়নি। ২৯ মিনিটে কাউন্টার এটাক থেকে গ্রিজম্যান বল নিয়ে ভেতরে ঢুকলেও ম্যানুয়েল নয়ারের কল্যাণে এ যাত্রায় বেঁচে যায় বায়ার্ন।

প্রথমার্ধ ১-০ গোলে শেষ হলে দ্বিতীয়ার্ধে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে বায়ার্ন। ৭৮% বল পজিশন নিয়ে অ্যাটলেটিকোকে নাস্তানবুদ করে ছাড়ে তারা। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা যেন কিছুতে পাচ্ছিল না। ৫৪ মিনিটে দূর থেকে নেয়া ডেভিড আলাবার শট বারে লেগে ফিরে আসলে গোল বঞ্চিত থাকতে হয় বায়ার্নকে। তার দু মিনিট পরেই কর্ণার থেকে হাভি মার্টিনেজের নেয়া হেড ঠেকিয়ে দেন অ্যাটলেটিকোর গোলরক্ষক জ্যান অবলাক।

৭৪ মিনিটে আবারো কাউন্টার অ্যাটাক থেকে গোলের সুযোগ তৈরি করে গ্রিজম্যান-টরেস জুটি। মাঝমাঠ থেকে বল নিয়ে ডি বক্সের একটু আগে টরেসকে পাস দেন গ্রিজম্যান। বল নিয়ে ভেতরে ঢুকে একজন ডিফেন্ডারকে কাটিয়ে টরেস শট নিলে সেটি বারপোস্টে লেগে ফিরে আসে। ম্যাচের বাকিটা সময় নিজেদের কাছে বল রাখলেও গোলের দেখা পায়নি বায়ার্ন মিউনিখ। তাই অ্যাটলেটিকোর বিপক্ষে হার নিয়েই মাঠ ছাড়তে হয় পেপ গার্দিওলাকে। ফাইনালে যেতে হলে এলিয়েঞ্জ এরিনায় অ্যাটলেটিকোকে কমপক্ষে ২-০ গোলের ব্যবধানে হারাতে হবে বায়ার্নকে যেটা অনেকটা অসম্ভবই বলা চলে। কিন্তু আশার বাণী হচ্ছে ১-০ গোলে ১ম লেগ হেরেও চ্যাম্পিয়ন্স লিগের নকআউট রাউন্ডে ৭ বারের ভেতর ৫ বারই ২য় লেগে জিতে পরের রাউন্ডে গিয়েছে বায়ার্ন মিউনিখ।

আরআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।