প্যারিস অলিম্পিক

ব্রাজিল কিংবদন্তি জিকোর ৫ লাখ ইউরো চুরি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫২ পিএম, ২৬ জুলাই ২০২৪
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকো

প্যারিস অলিম্পিক গেমসে উদ্বোধনের আগেই ঘটছে নানান অপ্রীতিকর ঘটনা। সর্বশেষ দুর্ঘটনার শিকার ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকো। দুইবার বিশ্বকাপ খেলা জিকোর গাড়ি থেকে চুরি গেছে ৫ লাখ ইউরোসহ আরও মূল্যবান মালামাল। এ নিয়ে জিকো অভিযোগ করেছেন প্যারিস পুলিশের কাছে।

এ দুর্ঘটনা ঘটেছে শুক্রবার। ৭১ বছর বয়সী জিকো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন। অসাবধানতাবশত জিকো তার গাড়ির জানালা খোলা রেখেছিলেন। কোনো এক স্থানে কিছুক্ষণ গাড়ি থামিয়ে রাখার পর চোর নিয়ে গেছে তার অর্থসহ অন্যান্য জিনিসপত্র। তবে জিকোর ঘনিষ্ঠ সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, চুরি যাওয়া অর্থের পরিমাণ অতিরঞ্জিতও হতে পারে।

আজ (শুক্রবার) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে প্যারিস অলিম্পিকের ব্যতিক্রমী উদ্বোধনী অনুষ্ঠান। তবে দুই দিন আগেই শুরু হয়েছে মাঠের লড়াই। ফুটবল, রাগবির পর আরচারিও শুরু হয়ে গেছে। শুক্রবার রাতে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হলেই পরের সকাল থেকে শুরু হয়ে যাবে ক্রীড়াবিদদের পুরোদমে লড়াই।

আরআই/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।