ভিক্টোরিয়ার মুখোমুখি মুশফিকের মোহামেডান


প্রকাশিত: ০২:২৮ পিএম, ২৭ এপ্রিল ২০১৬

আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মোকাবেলা করবে ব্রাদার্স ইউনিয়ন ও কলাবাগান ক্রিকেট একাডেমী। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে লিজেন্ড অব রূপগঞ্জ লড়বে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। আর বিকেএসপিতে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

এবার ঢাকা প্রিমিয়ার লিগে শুরু থেকেই দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচ হচ্ছে। প্রায় প্রতিটি ম্যাচই শেষ বলে নিস্পত্তি হচ্ছে। এছাড়া দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ না হতেই বড় স্কোরের ম্যাচ টাই হয়েছে। আগামীকাল একই রকম ম্যাচ অনুষ্ঠিত হতে পারে বলে জানান দলগুলোর খেলোয়াড়রা।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমী মাঠে অনুশীলনে গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক অলক কাপালী বলেন, ‘আমাদের প্রথম ম্যাচটা ভালো হয়েছে। পরের ম্যাচেও একই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। রূপগঞ্জ খুব ভালো দল। আশা করি ভালো একটি ম্যাচ হবে।’

নিজেদের জয় নিয়ে আত্মবিশ্বাসী ঢাকা মোহামেডানের বিদেশী তারকা উপুল থারাঙ্গাও। বলেন, ‘প্রথম ম্যাচে আমাদের খুব ভালো হয়েছে। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও ভালো ছিল। আশাকরি আগামীকালের ম্যাচেও তা বজায় রাখবো।’

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।