বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করলেন মাশরাফি


প্রকাশিত: ০২:১৫ পিএম, ২৭ এপ্রিল ২০১৬

বাংলাদেশের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সরকারের সিদ্ধান্তের প্রতি একাত্মতা প্রকাশ করে তার অনিবন্ধিত সিমটি নিবন্ধন করলেন।

সম্প্রতি তিনি তার রবি সিমটি বায়োমেট্রিক বা আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন করেছেন। বুধবার রবি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানায়। এসময় মাশরাফি অনিবন্ধিত সিমকে দেশের জন্য হুমকিস্বরূপ বলেও মন্তব্য করেছেন।

গ্রাহকদের সিম নিবন্ধন করার সুযোগ দিতে দেশের সব রবি সেবাকেন্দ্র সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে মোবাইল অপারেটর কোম্পানিটি।  

এখনও যদি বায়োমেট্রিক পদ্ধতিতে আপনার অনিবন্ধিত সিমটি নিবন্ধন না করে থাকেন, তাহলে এক কপি পাসপোর্ট সাইজের ছবি,  ভোটার আইডি কার্ডের ফটোকপি আর এক্টিভ সিমসহ বায়োমেট্রিক পয়েন্টে চলে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে রবির পক্ষ থেকে।

আরআর/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।