‘প্রিমিয়ার লিগ সবসময়ই জমজমাট’


প্রকাশিত: ০১:৪৬ পিএম, ২৭ এপ্রিল ২০১৬

এবার শুরুতেই দারুণ জমে উঠেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। প্রায় প্রতিটি ম্যাচই নিস্পত্তি হচ্ছে শেষ বলে। শ্বাসরুদ্ধকর ম্যাচগুলো দেখে দারুণ মুগ্ধ হচ্ছেন ভক্তরা। তবে প্রিমিয়ার লিগের জন্য এটা নতুন কোনো চিত্র নয় বলে জানালেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক অলক কাপালী। ঘরোয়া ক্রিকেটে প্রিমিয়ার লিগ সব সময়ই জমজমাট বলে জানালেন তিনি।

বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমী মাঠে অনুশীলন করতে আসে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ক্রিকেটাররা। অনুশীলনের ফাঁকে প্রিমিয়ার লিগ নিয়ে কথা বলতে গিয়ে কাপালী বলেন, ‘এটা নতুন কিছু নয়। ঢাকা প্রিমিয়ার লিগ সবসময়ই জমজমাট হয়। হ্যাঁ, তবে এবার দলগুলো প্রায় সম শক্তির হওয়ায় শুরু থেকেই জমে উঠেছে।’

এবারের লিগে গাজী গ্রুপও দারুণ দল গড়েছে। অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের নিয়ে বেশ সামঞ্জস্যপূর্ণ দল তাদের। এনামুল হক বিজয়ের সঙ্গে উদ্বোধনে নামেন শামসুর রহমান শুভ। মিডলঅর্ডারে হাল ধরতে রয়েছেন মেহেদি হাসান, পাকিস্তানী সাইদ আনোয়ার (জুনিয়র), অলক কাপালির মতো ব্যাটসম্যানরা। ফরহাদ হোসেন, মোহাম্মদ শরিফদের নিয়ে বোলিং আক্রমণটাও সমীহ পাওয়ার মত।  

নিজেদের দল নিয়ে আশাবাদী কাপালী। পরের ম্যাচে লিজেন্ড অব রূপগঞ্জের বিপক্ষে মাঠে নামবে তারা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের প্রথম ম্যাচটা ভালো হয়েছে। পরের ম্যাচেও একই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। রূপগঞ্জ খুব ভালো দল। আশা করি ভালো একটি ম্যাচ হবে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মোকাবেলা করবে লিজেন্ড অব রূপগঞ্জ ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।