না ফেরার দেশে কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ১৭ জুলাই ২০২৪

পরপারে পাড়ি জমালেন কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে আজ বুধবার আনুমানিক সকাল ১০টায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

আতিকুরের মৃত্যুর বিষয়াটি নিশ্চিত করেেছেন বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ইনতেখাবুল হামিদ। মৃত্যুকালে স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন তিনি।

বাংলাদেশ শুটিংকে বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আতিকুরই। তিনিই প্রথমবারের মতো শুটিংয়ে আন্তর্জাতিক পদক নিয়ে দেশে ফিরে এসেছিলেন।

১৯৯০ সালে নিউজিল্যান্ডের অকল্যান্ডে কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনার পদক জিতেছিলেন আতিকুর। সেবার আবদুস সাত্তার নিনির সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। সে ইভেন্টে ব্রোঞ্জও জিতেছিলেন তারা।

বাংলাদেশ শুটিংকে অনন্য উচ্চতায় নিয়ে আতিকুর সেখানেই থেমে থাকেননি। ১৯৯৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ গেমস ও ১৯৯৫ সালে মাদ্রাজ (বর্তমানে চেন্নাই) সাফ গেমসেও দেশকে সোনা উপহার দিয়েছিলেন তিনি। সাফ গেমসে ৫টি সোনার মুকুটও আছে আতিকুর রহমানের।

অবসরের পরও নিজের প্রিয় খেলাকে ভুলে যাননি আতিকুর রহমান। আমৃত্যু শুটিংয়ের সঙ্গে নানা কর্মকাণ্ডে জড়িয়ে ছিলেন তিনি।

এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।