আইপিএল শুরুর সময়ে ক্রিকেটই খেলতেন না মুস্তাফিজ!


প্রকাশিত: ১০:৫৫ এএম, ২৭ এপ্রিল ২০১৬

প্রথমবারের মত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে গিয়ে ইতিমধ্যে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন বাংলাদেশের বিস্ময় বালক মুস্তাফিজ। আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে কিপটে বোলারের তকমাটাও এঁটে রেখেছেন নিজের গায়ে। সানরাইজার্স হায়দারাবাদের হয়ে এখন পর্যন্ত সফল বোলার তিনিই। অধিনায়ক এবং কোচ থেকে শুরু করে সব ক্রিকেটার যেন মুস্তাফিজ বন্দনায় মগ্ন। অথচ এই আইপিএল যখন শুরু হয়, তখন ক্রিকেট খেলাই শুরু করেননি মুস্তাফিজ!

ভারতের শীর্ষস্থানীয় এক পত্রিকায় সাক্ষাৎকার দেওয়ার সময় মুস্তাফিজ বলেন, ‘যখন আইপিএল ২০০৮ সালে শুরু হয় তখন আমি ক্রিকেট খেলাই শুরু করিনি। আমি ২০১০ সালে ক্রিকেট শুরু করি।’

সর্বদাই হাস্যজ্জ্বল মুস্তাফিজ বাংলা ছাড়া আর তেমন কোন ভাষা ঠিক মত বলতে পারেন না। এটাতে তেমন সমস্যা হয় না তার। ভারতে গিয়ে অন্য ভাষাকে হালকা রপ্ত করার চেষ্টা করছেন কাটার মাস্টার। সাক্ষাৎকারের এক পর্যায়ে হঠাৎ বাংলা বলে বসেন তিনি। ‘অল্পস্বল্প যা পারি তাই দিয়ে চলছে। ভালোই লাগছে। বিভিন্ন দেশের ভিন্ন সংস্কৃতির এত ক্রিকেটারদের সাথে একমাত্র বাঙালি হিসেবে থাকাটা অনেক উপভোগ করছি।’

ইংরেজি কিংবা হিন্দি কোন ভাষা না বুঝলেও ক্রিকেটের ভাষা ঠিকই বুঝেন মুস্তাফিজ। ‘ এটা সত্যি যে আমি ইংরেজি কিংবা হিন্দি ভালো বুঝি না। তবে, দিন শেষে এটাও সত্যি যে, ক্রিকেটের নিজস্ব ভাষা আছে। আর সেটা আমি বেশ ভালই বুঝি। আমি জানি, আমাকে কী করতে হবে।’

আরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।