আগামী বছরেই বাংলাদেশ আসছে অস্ট্রেলিয়া


প্রকাশিত: ১০:০৭ এএম, ২৭ এপ্রিল ২০১৬

সবকিছু ঠিকই ছিল। ২০১৫ সালের অক্টোবর মাসে বাংলাদেশে দুই টেস্ট খেলতে আসার কথা ছিল অস্ট্রেলিয়া জাতীয় দলের। কিন্তু নিরাপত্তার কারণে বাংলাদেশ আসতে রাজি হয়নি তারা। নিরাপত্তার অজুহাতে বাংলাদেশে হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও খেলতে আসেনি অস্ট্রেলিয়া। এতো কিছুর মাঝেও অবশেষে তারা আশার বাণী শোনালো। ২০১৭ সালেই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানালেন আগামী বছরেই বাংলাদেশে আসতে চায় তারা।  

অস্ট্রেলিয়ান ক্রিকেটের এক সভায় মঙ্গলবার সাদারল্যান্ড বলেন, ‘আমরা আলাদাভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে যোগাযোগ করেছি। তারা জানে এবং বুঝতে পেরেছে আমরা কেন আমাদের সফরটি স্থগিত করেছিলাম। অবশ্যই নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আমাদের বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি নেওয়া উচিত। আমরা বাংলাদেশে গিয়ে সেখানে ক্রিকেট খেলতে খুব আগ্রহী।’

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দুই নতুন মুখ ক্যামেরুন ব্যাংক্রাফট এবং অ্যান্ড্রু ফেকেটের নাম ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। ২০১৫ সালের অক্টোবরে ঢাকায় এবং চট্টগ্রামে দুটি টেস্ট হওয়ার কথা থাকলে অস্ট্রেলিয়ান সরকারের নির্দেশে নিরাপত্তা আতঙ্কে তাদের দল পাঠায়নি। ২০০৬ সালে রিকি পন্টিংয়ের অধীনে শেষবার টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ এসেছিল অসি ক্রিকেট দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহীর। ২০১৭ সালেই তারা বাংলাদেশে আসবে বলেও জানায়। আগামী বছরের জুলাই কিংবা সেপ্টেম্বরের দিকে বাংলাদেশে আসার কথা জানায় তারা। অতিরিক্ত গরমের কথা মাথায় রেখেই হালকা শীতের সময়টাতে আসতে চায় অস্ট্রেলিয়া।

আরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।