পরবর্তী কোপা আমেরিকা খেলার নিশ্চয়তা দিলেন না মেসি
আর্জেন্টিনার হয়ে আস্তে আস্তে সময় ফুরিয়ে আসছে লিওনেল মেসির। বয়সটা ৩৭ বছর হলেও এখনো প্রতি ম্যাচে ৯০ মিনিট খেলে যাচ্ছেন এই বিশ্বকাপ জয়ী ফুটবলার। আরো একটি কোপা আমেরিকার ফাইনালে উঠে দলকে উজ্জীবিত করে চলেছেন মেসি। কিন্তু মেসি কি পরের কোপা আমেরিকাতে থাকবেন? এমন সম্ভাবনা নিয়ে মেসিও সন্দিহান। বর্তমান সময়টাকেই উপভোগের প্রতি বেশি মনোযোগ তার।
ডিএস স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমরা সবাই জানি কোপা আমেরিকা অনেক কঠিন টুর্নামেন্ট। সকল আনুষ্ঠানিক টুর্নামেন্টই অনেক কঠিন। এখানে সামান্য ভুলত্রুটিই ফলাফল নির্ধারণ করে দিবে।’
মেসিকে পরবর্তী কোপা আমেরিকার ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আরেকটি কোপা আমেরিকা খেলা? না। আপাতত আমি এতদূর চিন্তা করতে চাই না। আমি এখন বেশ উপভোগ করছি এবং এভাবেই প্রতিদিন উপভোগ করে যেতে চাই। যখন আমি অনেক ভুগেছিলাম তখনও জাতীয় দলের হয়ে দারুণ সময় পার করেছিলাম। তাই বলতে পারি, আমি সবসময়েই চাই এবং চেষ্টা করি দলের সঙ্গে থাকতে। যখন ফলাফল আমাদের পক্ষে আসতো না তখন আমাদের খারাপ সময় ছিল। এখন আমরা বেশ উপভোগ করেছি। আমিও প্রতিদিন উপভোগ করে যাচ্ছি।’
মেসি আরো বলেন, ‘আমি যতদিন সুস্থ থাকবো ততদিনই খেলতে পারবো। আমি কোপা আমেরিকাতে বেশ ভালোই করেছি এবং ইনজুরি আমার পরিকল্পনাকে পরিবর্তন করে দিয়েছে; এটি আমি চেয়েছি এমনটা না। এখন আবারো একটি ফাইনালে আমরা। এখন সময় উপভোগ করার। সর্বোচ্চটা চেষ্টা করবো আমরা আবারো চ্যাম্পিয়ন হতে।’
কোপা আমেরিকার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে পড়েন মেসি। সে সম্পর্কে বলেন, ‘ব্যক্তিগত দিক দিয়ে কানাডার বিপক্ষে আমি দারুণ ছন্দে ছিলাম। চিলির পক্ষে আমি শুরুতে ভালোই অনুভব করছিলাম এরপর উরুতে চোট পাই। তারপর থেকেই আমি সমস্যা বোধ করছিলাম। আমি যখনই দৌঁড়াতে চেষ্টা করছিলাম তখনই আমার খেলাকে ধীরগতির করে দিচ্ছিল।’
ইকুয়েডরের বিপক্ষেও মেসি ব্যথা নিয়ে খেলেছেন বলে স্বীকার করেছেন এই সাক্ষাৎকারে। ‘আমি ইকুয়েডরের বিপক্ষেও এমন ব্যথা নিয়ে খেলে গেছি। আমি এই ইনজুরির ভেতর দিয়েই যাচ্ছি এবং মনে রাখছিলাম কি হয়েছিল আগে। কানাডার বিপক্ষে শেষ ম্যাচটিতে আমি আগের থেকে অনেক ভালো ছিলাম। গেল কয়েকদিনে আমি আরো সুস্থ হয়ে উঠেছি।’
ফাইনালে টাইব্রেকারের কথাও মাথায় আছে মেসির। এখানে এমিলিয়ানো মার্টিনেজ অন্য সবার থেকে সেরা। ‘পেনাল্টির ক্ষেত্রে যদিও সবাই বলে ভাগ্যের ব্যাপার কিন্তু দিবু মাঠে থাকলে তেমন মনে হয় না। সে একটি কিংবা দুটি পেনাল্টি সেভ করবেই যা দলকে এগিয়ে রাখে। আমাদের প্রতিপক্ষরা এখন আমাদের সাথে অন্যরকম পরিকল্পনা নিয়ে খেলতে নামে। অনেকেই ড্র করার চিন্তা নিয়ে নামে এবং টাইব্রেকারে নিয়ে যায়। যেখানে সবসময় সেরা দলটা জয়লাভ করে না। আমরা ইকুয়েডরের বিপক্ষে ভাগ্যবান ছিলাম কারণ তারা অনেক সুযোগ তৈরি করেছিল এমনকি শেষ সময় পর্যন্ত।’
মেসির সতীর্থ ডি মারিয়ার মতো লুইস সুয়ারেজেরও এটি সম্ভাব্য শেষ কোপা আমেরিকা। দুইজন খেলছে একই ক্লাব ইন্টার মিয়ামিতে। বন্ধু সুয়ারেজ সম্পর্কে মেসি বলেন, ‘সে আমার বন্ধু এবং সবসময়ে তার ভালোটা চেয়ে এসেছি। সেও তার শেষ কোপা আমেরিকা খেলছে কিন্তু ভিন্ন অবস্থাতে। কারণ গতবারের মত এবার সে বেশিক্ষণ খেলতে পারেনি। আমরা যখন একে অপরকে বিদায় জানাই তখন আশা করেছিলাম ফাইনালে মিয়ামিতে আবার দেখা হবে। কিন্তু খুব কাছেই ছিলাম আমরা। কিন্তু উরুগুয়ে অসাধারণ একটি দল এবং কলম্বিয়ার বিপক্ষে তাদের অনেক সুযোগ ছিল। যখন ১-০ তে পিছিয়ে ছিল কলম্বিয়া দশ জনের দলে পরিণত হয়। কিন্তু মাঝেমাঝে ভাগ্যও সহায় থাকতে হয়।’
আর্জেন্টিনা দলের তরুণদের ছড়াছড়ি। মেসি তাদের সম্পর্কে বলেন, ‘এই জেনারেশনটা বেশ তরুণ। রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ ইতোমধ্যে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জিতেছে যেখানে তাদের বয়স ২৩, ২৪ কিংবা ২৫ হবে। এখনো তাদের পুরো সময়টা পরে আছে জাতীয় দলকে দেয়ার জন্য। আমি আশা করবো তাদের যে জয়ের ক্ষুধা ও প্রতিযোগিতা করার তাড়না এটা তারা হারাবে না। তারা এই বার্তাটি পরবর্তীতে যারা আসবে সবাইকে ছড়িয়ে দিবে। আমি সবসময়ে বলে এসেছি প্রাথমিকভাবে ভালো করার মূল চাবিকাঠি হচ্ছে ভালো একটি গ্রুপ তৈরি করা এবং সেখান থেকেই ট্রফি আসবে।’
দলে তরুণদের সঙ্গে মেসির বোঝাপোড়া বেশ ভালো। মেসি বলেন, ‘আমরা বেশি খুশি এবং প্রতিদিন আমরা একে অপরের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছি। আমরা প্রায় ৪০ দিন একসাথে আছি। ভালো সময় কেটেছে আমাদের। আমরা উপভোগ করছি। অনেকক্ষেত্রে মনে হয়েছে, সময়টা খুব কম। অনুশীলনে প্রতিযোগিতা, উত্তাপ নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার ব্যাপার রয়েছে আমাদের সবার মাঝে। এখানে কোন নির্দিষ্ট একাদশ নেই। যারাই খেলবে অন্য গ্রুপও একইভাবে খেলবে। প্রত্যেক ম্যাচেই এই গ্রুপ প্রতিযোগিতা দেখিয়ে যাচ্ছে। আপনি ভালো খারাপ খেলতেই পারেন কিন্তু আপনাকে প্রতিযোগিতা করার মানসিকতা থাকতে হবে সবার মাঝে। এভাবে এতকিছু জয়লাভ করে প্রতিযোগিতা করাটা বেশ কঠিন। গ্রুপের ভেতর যারা শুধু জিতেই আসছে তাদের জন্য আবার সেটির পুনরাবৃত্তি করাটা বেশ কঠিন। কিন্তু আমার আমার সংশয় নেই যে এই দলটা শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে।’
আরআর/এসআর