ইনজুরির কারণে সিটির বিপক্ষে নেই রোনালদো


প্রকাশিত: ০৭:২৯ পিএম, ২৬ এপ্রিল ২০১৬

বেশ পুরনো প্রতিপক্ষের মাঠ ইত্তিহাদ স্টেডিয়াম। ম্যানইউর জার্সি গায়ে এই মাঠে অনেকবারই খেলা হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে ২০০৯ সালে ম্যানইউ ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর গত সাত বছরে এই মাঠে আর আসা হয়নি সিআর সেভেনের। একইভাবে গ্যারেথ বেলেরও। টটেনহ্যামের হয়ে অনেক খেলেছিলেন ইত্তিহাদে। তবে রিয়ালে যোগ দেয়ার পর আর খেলা হয়নি ম্যানসিটির মাঠে এসে।

এবার দু’জনই এলেন একসঙ্গে ইত্তিহাদ স্টেডিয়ামে। তবে গ্যারেথ বেল খেলতে পারলেও ক্রিশ্চিয়ানো রোনালদো বসে আছেন ডাগ আউটে। জিনেদিন জিদানের সেরা একাদশে ঠাঁই মিললো না তার।

গত সপ্তাহেই রায়ো ভায়োকার বিপক্ষে ৩-২ গোলে জয়ে পেয়েছিল রিয়াল। ওই ম্যাচেই পায়ের পেশিতে টান লাগে তার। যে কারণে সিটির বিপক্ষে তার খেলা নিয়ে সংশয় ছিল।

যদিও জিদান বলেছিলেন, রোনালদো ১০০ ভাগ ফিট। কিন্তু দেখা গেলো ইত্তহাদ স্টেডিয়ামে সাইড লাইনে বসে আছেন তিনি। এমনকি অতিরিক্ত খেলোয়াড়দের তালিকায়ও রাখা হয়নি তাকে।

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।