বৃষ্টি আইনে ওয়ার্নার-মুস্তাফিজদের হার


প্রকাশিত: ০৭:০৭ পিএম, ২৬ এপ্রিল ২০১৬

সানরাইজার্স হায়াদারাবাদের ব্যাট করার সময় মনে হয়েছিল এটা বুঝি বোলারদেরই উইকেট। এখানে ব্যাটসম্যানদের জন্য কিছু নেই। কিন্তু রান তাড়া করতে নামার পর পুনে সুপারজায়ান্টস যেভাবে ব্যাটিং করেছে, তাতে যে কারোরই মন্তব্য হতে বাধ্য, এই উইকেটে বোলারদের জন্য কিছু নেই।

টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে সানরাইজার্স হায়াদারাবাদ করেছে মাত্র ১১৮ রান। জবাব দিতে নেমে ১১ ওভারেই ৯৪ রান তুলে ফেলে পুনের ব্যাটসম্যানরা। এরপরই নামে বৃষ্টি। তবে রাত সাড়ে ১২টায় বৃষ্টি থামলেও বৃষ্টি আইন ডি/এল মেথডে পুনে সুপারজায়ান্টসকে ৩৪ রানে বিজয়ী ঘোষণা করা হয়।

১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই আজিঙ্কা রাহানের উইকেট হারায় পুনে। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ফ্যাফ ডু প্লেসিস আর স্টিভেন স্মিথ মিলে ৮০ রানের জুটি গড়েন। এ সময় ডু প্লেসিস আউট হন হেনরিক্সের বলে। ২১ বলে ৩০ রান করেন তিনি। স্টিভেন স্মিথ ৩৬ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন। ধোনি আউট হন ৪ বলে ৫ রান করে।

এ নিয়ে ৬ ম্যাচ খেলে মাত্র দুটি জয় পেল পুনে। মাঝে টানা চারটি ম্যাচ হেরেছে তারা। অপরদিকে ৬ ম্যাচের তিনটিতে জিতেছে মুস্তাফিজের সানরাইজার্স এবং তিনটিতে হেরেছে।

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।