প্রিমিয়ারে উঠে না খেলায় গোপালগঞ্জ এসসিকে জরিমানা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ০৭ জুলাই ২০২৪

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রিমিয়ার লিগে উন্নতির পরও শেষ হওয়া ঘরোয়া মৌসুমে অংশ নেয়নি গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব। যে কারণে একটি দল কম নিয়েই অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ।

প্রিমিয়ার লিগে উঠে না খেলার খেসারত হিসেবে ৫ লাখ টাকা জরিমান গুনতে হবে ক্লাবটিকে। বাফুফের ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরিমানার পাশাপাশি ক্লাবটির রেলিগেশিনও নিশ্চিত করেছে ডিসিপ্লিনারি কমিটি। গত মৌসুমে লম্বা সময় ধরে খেলোয়াড় নিবন্ধনের শেষে নিজেদের নাম প্রত্যাহার করেছিল গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব।

এই সভায় শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের কয়েকটি ম্যাচে নিয়মভঙ্গ করায় বিভিন্ন ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি ও আর্থিক জরিমানা করা হয়েছে। জরিমানা করা হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র ও ব্রাদার্স ইউনিয়নকেও।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।